Darjeeling News: শীতকাল না গ্রীষ্মকাল বোঝা বড় দায়! নাজেহাল উত্তরবঙ্গবাসী!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
শীতের মাঝেই রোদের দাপট নাজেহাল উত্তরবঙ্গবাসী! উত্তরবঙ্গে কি তাহলে আর শীত পড়বে না?
advertisement
1/5

শীতকাল না গ্রীষ্মকাল বোঝা বড় দায় সকাল হলেই সূর্যের আলোয় ঝলমলে পাহাড় থেকে সমতলে। তাপমাত্রার অংক গিয়ে ঠেকছে ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস। ঝলমলে রোদের তাপে নিমিষেই গায়েব উত্তরের শীত।
advertisement
2/5
রবিবার সকাল থেকেই ঘন কুয়াশাকে টাটা বাই বাই করে ফের ঝলমলে সোনালী রোদে ঢাকল পাহাড় থেকে সমতল।উত্তরের পাঁচ জেলাতেই ঝলমলে রোদ পরিষ্কার নীল ঝকঝকে আকাশ। তবে বিকেলের পর থেকে ফের কমবে পারদ হুহু করে বাড়বে ঠান্ডা।
advertisement
3/5
উত্তুরে কনকনে ঠান্ডা হওয়ার পাশাপাশি ঝলমলে রোদ। চলতি সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শৈলশহর দার্জিলিংয়ে। শীতের মরশুমে সোনালী মিঠে রোদে বসে গা গরম করতে ব্যস্ত পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
advertisement
4/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরেই ফের বদলাবে উত্তরের আবহাওয়া, হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী। চলতি সপ্তাহে ফের ঘন কুয়াশার চাদরে ঢাকবে পাহাড় থেকে সমতল শৈল শহরে হতে পারে তুষারপাত।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরেই ফের বদলাবে উত্তরের আবহাওয়া, হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী। চলতি সপ্তাহে ফের ঘন কুয়াশার চাদরে ঢাকবে পাহাড় থেকে সমতল শৈল শহরে হতে পারে তুষারপাত।