Christmas Celebration: পার্ক রোড নাকি পার্কস্ট্রিট ধরতেই পারবেন না, ভোলবদল আলিপুরদুয়ারের! ক্রিসমাসে জমাটি আয়োজন
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Alipurduar Christmas Celebration: বড়দিনের আনন্দে ভেসেছে আলিপুরদুয়ার শহর। জেলা প্রশাসনের পার্ক স্ট্রিটের আদলেই সাজিয়ে তোলা হয়েছে আলিপুরদুয়ার পার্ক রোডকে।
advertisement
1/5

বড়দিনের আনন্দে ভেসেছে আলিপুরদুয়ার শহর। জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বড়দিন উপলক্ষে সান্তা ফিয়েস্তা উৎসব। দুদিন চলবে উৎসব। পার্ক স্ট্রিটের আদলেই সাজিয়ে তোলা হয়েছে আলিপুরদুয়ার পার্ক রোডকে। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
2/5
গত বছর থেকে বড়দিন উপলক্ষে এই অনুষ্ঠান শুরু হয়েছিল। গতবার ব্যাপক জনপ্রিয়তা পায় এই অনুষ্ঠানটি। আলিপুরদুয়ার শহর তো রয়েছে, পাশাপাশি বিভিন্ন ব্লকের যুবক, যুবতীরা এদিন ভিড় জমিয়েছিলেন আলিপুরদুয়ার পার্ক রোডে।
advertisement
3/5
আলিপুরদুয়ার পার্ক রোডের একপাশজুড়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রোডের অপরপাশ দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এদিন সন্ধ্যায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলাশাসক আর বিমলা।
advertisement
4/5
পার্ক রোড স্থিত পার্কটিতে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশুদের নাচ, গান চলছে উৎসব উপলক্ষে। পাশাপাশি কেক সহ নানান খাবার দোকান বসেছে।
advertisement
5/5
আলো, ষ্টার, সান্তাক্লজ সব মিলিয়ে কলকাতার পার্ক স্ট্রিটের আমেজ আলিপুরদুয়ার শহরে। ছোট শিশুরা সান্তাক্লজ সেজে এসেছে তাঁদের অভিভাবকদের সঙ্গে।সারারাত চলবে এই উৎসব বলে জানা যায়। (ছবি ও তথ্য - অনন্যা দে)