TRENDING:

North 24 Parganas News: মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুনের শিখা! অশোকনগরে আবারও খনিজ তেল পেল ONGC

Last Updated:
আগামী দিনে ওএনজিসির প্রকল্প ঘিরে অশোকনগর জুড়ে প্রচুর কর্মসংস্থান হবে বলে মনে করছেন সাধারণ মানুষ।
advertisement
1/7
মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুনের শিখা! অশোকনগরে আবারও খনিজ তেল পেল ONGC
রাজ্যে খনিজ তেল উত্তোলনে আবারও বড় সাফল্য পেল ওএনজিসি। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের দৌলতপুরে দ্বিতীয় কেন্দ্র থেকে উত্তোলন করা হল খনিজ গ্যাসও। পরীক্ষামূলকভাবে গ্যাস বের হতেই, আগুনের শিখা দেখতে ভিড় স্থানীয় বাসিন্দাদের।(প্রতিবেদক - রুদ্র নারায়ন রায়)
advertisement
2/7
প্রায় ২৭০০ মিটার মাটির নিচ থেকে এই গ্যাস উত্তোলিত হচ্ছে বলে ওএনজিসি সূত্রে খবর। অশোকনগরে ফের খনিজ সম্পদের সন্ধান মেলায় খুশি স্থানীয় বাসিন্দা সহ জেলার মানুষ। 
advertisement
3/7
প্রসঙ্গত, অশোকনগর এলাকার বিভিন্ন জায়গায় মাটির নিচে দীর্ঘদিন ধরেই মিলছে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান। গত কয়েক বছর আগে বাইগাছিতে প্রথম তেলের সন্ধান পাওয়ার পরথেকে, অশোকনগর জুড়ে চলে পরীক্ষা-নিরীক্ষার কাজ। সফলতাও মেলে। বাইগাছির পর, ওএনজিসি অশোকনগরে তেল উত্তোলনের দ্বিতীয় ইউনিট চালু করে দৌলতপুরে।
advertisement
4/7
শুরু হয় বোরিং এর কাজ। বাইগাছি এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর এলাকায় ১৫ বিঘা জমির উপর তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের এই কেন্দ্র তৈরি করা হয়েছে। দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে কাজ চলার পর এদিন পরীক্ষার জন্য খনিজ গ্যাস উত্তোলন করা হয়।
advertisement
5/7
মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসে আগুনের শিখা দেখতেই আনন্দে উচ্চশিত হয়ে ওঠেন ওএনজিসি কর্মী থেকে এলাকার স্থানীয় বাসিন্দারা। তারপর থেকেই ওএনজিসির দৌলতপুর কেন্দ্রের সামনে সাধারণ মানুষের ভিড় লেগেই আছে।
advertisement
6/7
ওএনজিসির এই প্রজেক্টের জন্য বিভিন্ন বিভাগে কাজের কর্মী প্রয়োজন বলে আগেই জানানো হয়। এলাকা থেকেই সেই কর্মীদের নেওয়া হবে বলেও জানিয়েছিলেন স্থানীয় বিধায়ক নারায়ন গোস্বামী ও প্রজেক্ট এর দায়িত্বে থাকা আধিকারিকরা।
advertisement
7/7
ফলে আগামী দিনে ওএনজিসির প্রকল্প ঘিরে অশোকনগর জুড়ে প্রচুর কর্মসংস্থান হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। পাশাপাশি, এত ভালো মাপের প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন হওয়ায় স্বভাবতই খুশির হাওয়া অশোকনগর জুড়ে।
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুনের শিখা! অশোকনগরে আবারও খনিজ তেল পেল ONGC
Open in App
হোম
খবর
ফটো
লোকাল