TRENDING:

Durga Puja 2023: ৩৬০ ডিগ্রির মণ্ডপ! এবার সবার গন্তব্য সেন্ট্রাল পার্ক

Last Updated:
৩৬০ ডিগ্রির পুজো মণ্ডপ! শহর থেকে জেলা, দর্শনার্থীদের এবার গন্তব্য সল্টলেকের সেন্ট্রাল পার্ক
advertisement
1/5
৩৬০ ডিগ্রির মণ্ডপ! সবার গন্তব্য সেন্ট্রাল পার্ক
নিউটাউন সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের ভাবনা 'কোমল গান্ধার'। এখানকার বিশেষ চমক ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের মণ্ডপ।
advertisement
2/5
মণ্ডপের চারিদিকে কাচের কারুকার্য সঙ্গে সূক্ষ্ম কাজ সুন্দরভাবে ফুটিয়ে তুলে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী অনির্বাণ দাস
advertisement
3/5
দর্শকরা ইতিমধ্যেই এই মণ্ডপের সৌন্দর্য ও অসামান্য শিল্পকর্মে আকৃষ্ট হয়েছেন‌ সন্ধের অন্ধকার নেমে রাত হলেই এই মণ্ডপের ঔজ্জ্বল্য কয়েকগুণ বেড়ে যাচ্ছে।
advertisement
4/5
দেবী মূর্তিতেও বিশেষ নজর কাড়ছে এই পুজো। ঝাড়বাতি থেকে হালকা আলোর রোশনাই গোটা ভাবনাকে আরও যেন উদ্ভাসিত করেছে।
advertisement
5/5
সেন্ট্রাল পার্ক ময়দানে আয়োজিত এই পুজোয় এবার বাড়তি নজর থাকছে আমজনতার। এখানে পুজোর প্রতিটি দিন বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: ৩৬০ ডিগ্রির মণ্ডপ! এবার সবার গন্তব্য সেন্ট্রাল পার্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল