Viswakarma Puja:বিশ্বকর্মা পুজোয় চোখ ধাঁধানো মণ্ডপ, থিমে চন্দ্রাযান বসিরহাটে
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
দুর্গাপুজো, কালীপুজোয় বহু বছর ধরেই থিমের দেখা মেলে। বেশ কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজোয় দেখা যাচ্ছে থিমের। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এমন থিম রীতিমতো নজর কেড়েছে সকলের।
advertisement
1/6

গত বছরে দুর্গাপুজো, কালীপুজোর থিমে চন্দ্রাযান এর ছবি ধরা পড়লেও এবার বিশ্বকর্মা পুজোয় দেখা মিলল চন্দ্রাযান এর।
advertisement
2/6
দুর্গাপুজো, কালীপুজোয় বহু বছর ধরেই থিমের দেখা মেলে। বেশ কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজোয় দেখা যাচ্ছে থিমের। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এমন থিম রীতিমতো নজর কেড়েছে সকলের।
advertisement
3/6
গত বছর ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ইসরোর মহাকাশযান বিক্রম ল্যান্ডার। প্রসঙ্গত, চাঁদে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ে ফেলে ভারত।
advertisement
4/6
সেই গর্বের মুহূর্তকেই থিম দিয়ে ফুটিয়ে তুলতে বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের পুজো।
advertisement
5/6
প্রসঙ্গত, ইসরোর এই অভিযানকে সম্মান জানাতে বিশ্বকর্মা পুজোর এই থিম বলে জানান উদ্যোক্তা ভাস্কর মিত্র।
advertisement
6/6
বিশ্বকর্মা পুজোর চন্দ্রযান-৩ -এর সেই থিম চক্ষুষ করতে এলাকায় ইছামতির তীরে সাধারণ মানুষ রীতিমতো ভিড় জমাচ্ছেন।
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
Viswakarma Puja:বিশ্বকর্মা পুজোয় চোখ ধাঁধানো মণ্ডপ, থিমে চন্দ্রাযান বসিরহাটে