Weather Alert: ভয়াবহ রূপ নিচ্ছে Cyclone Tauktae, তছনছ করবে বিধ্বংসী ঘূর্ণিঝড়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ধীরে ধীরে নিজের ভয়াবহ রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় টাউতে (Cyclone Tauktae)৷ বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভেসে (Cyclone Tauktae severe cyclone)যাচ্ছে গোয়া ও কর্ণাটকের বিভিন্ন এলাকা৷
advertisement
1/5

•প্রমাদ গোনা শুরু হয়েছে৷ ধীরে ধীরে নিজের ভয়াবহ রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় টাউতে৷ বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভেসে যাচ্ছে গোয়া ও কর্ণাটকের বিভিন্ন এলাকা৷ সঙ্গে চলছে বীভৎস ঝড়ের তাণ্ডব৷ বেলগাম, চিকমাগালুর, উত্তর ও দক্ষিণ কানাড়া, ধারওয়াড়, গাদাং, হাভেরি, উত্তর ও দক্ষিণ গোয়া, শিমোগা, উডিপি জেলার আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার ইঙ্গিত৷ ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি হয়েছে৷
advertisement
2/5
•ইতিমধ্যেই ঝড়ের দাপট শুরু হয়েছে৷ ভারী বৃষ্টি ও ঝড়ে প্রাণ হয়েছেন ৪ জনের৷ ৭৩টি গ্রাম তছনছ হয়েছে৷ জানিয়েছে কর্নাটক বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইদুরাপ্পা নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন৷ অন্যদিকে এই ঘূর্নিঝড় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ বৈঠকে উপস্থিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে৷
advertisement
3/5
•একে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নাজেহাল পরিস্থিতি, তার মধ্যে চোখ রাঙাচ্ছে এই ঘূর্ণিঝড়৷ দিল্লির মৌসম ভবন জানিয়েছে ১৬-১৯ মে -র মধ্যে পুরো সম্ভবনা রয়েছে যাতে ১৫০-১৬০ কিলোমিটার গতিতে হাওয়া বইবে৷ আর তার সঙ্গে অতি ভীষণ সাইক্লোন আছড়ে পড়বে৷
advertisement
4/5
•গোয়ামুখী সব বিমান বাতিল করা হয়েছে৷ ১৮ মে সকালে আরও শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে গুজরাতের উপকূলবর্তী এলাকায়৷ তখন ঘণ্টা প্রতি ১৫০ থেকে ১৬০ কিমি বেগে বইবে ঝড়৷ প্রচন্ড গতি বেগে ঝড় ও বৃষ্টি নিয়ে তছনছ করলে গুজরাত উপকূল ও পার্শ্ববর্তী এলাকা৷ যার জেরে আগে থেকেই অনেক রকম ব্যবস্থা করা হয়েছে৷ হলুদ সতর্কতা জারি করা হয়েছে গুজরাত উপকূলে৷
advertisement
5/5
•পূর্বাভাস অনুযায়ী ১৮ তারিখ গুজরাত উপকূলে আছড়ে পড়বে এই ঝড়৷ জুনাগড়, গির সোমনাথে অতি ভারী বৃষ্টি হবে৷ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সৌরাষ্ট্রের কয়েকটি জেলায়, কচ্ছ ও দিউতে৷ দেশের উত্তর ও উত্তরপশ্চিমের দিকে এগোবে এই ঝড়৷