TRENDING:

'SIR-এর কাজ চলছে, গোটা দেশে শীঘ্রই শুরু হবে', জানালেন নির্বাচন কমিশনার! বাংলায় কবে? কী জানালেন তিনি?

Last Updated:
বিহারে ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই এসআইআর নিয়ে মুখ খুললেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার, নির্বচন কমিশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিহারের ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। সেখানেই তাৎপর্যপূর্ণ কিছু কথা বলেন নির্বাচন কমিশনার।
advertisement
1/5
'SIR-এর কাজ চলছে, গোটা দেশে শীঘ্রই শুরু হবে', জানালেন নির্বাচন কমিশনার! বাংলায় কবে?
বিহারে ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই এসআইআর নিয়ে মুখ খুললেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার, নির্বচন কমিশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিহারের ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। সেখানেই তাৎপর্যপূর্ণ কিছু কথা বলেন নির্বাচন কমিশনার।
advertisement
2/5
এই প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন "নির্বাচন কমিশন ইতিমধ্যেই গোটা ভারতেই এসআইআর শুরু করার পরিকল্পনা করেছে। প্রতিটি রাজ্য থেকে প্রতিটি কেন্দ্র শাসিত অঞ্চল প্রতিটি জায়গাতেই কাজ চলছে। নির্বাচন কমিশন নির্দিষ্ট দিন দেখে শীঘ্রই এই বিষয়ে জানাবে।"
advertisement
3/5
বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নির্বাচন কমিশন শুরু করেছে মূলত মৃত এবং অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে সরিয়ে দিতে। বিহারে এই এসআইআরের ফলে এখনও পর্যন্ত ৬৯ লক্ষ নাম বাদ গিয়েছে।
advertisement
4/5
নাম বাদ যাওয়ার পর নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিহারের মোট ভোটদান যোগ্য জনতার সংখ্যা সাত কোটি ৪৩ লক্ষ।
advertisement
5/5
নির্বাচন কমিশনার জানিয়েছেন, গত ২৫ জুন বিহারে স্বচ্ছ ভোট করানোর তাগিদে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়। কিন্তু, এই এসআইআর নিয়ে দ্বন্দ্ব শুরু হয় শাসক-বিরোধী পক্ষের মধ্যে। তা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।
বাংলা খবর/ছবি/দেশ/
'SIR-এর কাজ চলছে, গোটা দেশে শীঘ্রই শুরু হবে', জানালেন নির্বাচন কমিশনার! বাংলায় কবে? কী জানালেন তিনি?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল