TRENDING:

এলোপাথাড়ি বৃষ্টি...তার মাঝেই বারবার বাজছিল একটা বাঁশি! উত্তরকাশীর বিপর্যয়ের মাঝে কী করছিলেন ওই ব্যক্তি?

Last Updated:
শুধু তা-ই নয়, কাদার ধসের তলায় চাপা পড়েছে বাড়ি, এমনকী হোটেলও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভয়ঙ্কর মুহূর্তের ভিডিও। যা দেখে ভয় ধরেছে নেটিজেনদের মনেও। 
advertisement
1/7
এলোপাথাড়ি বৃষ্টি...তার মাঝেই বারবার বাজছিল একটা বাঁশি! উত্তরকাশীর বিপর্যয়ের মাঝে কী করছিল
আচমকাই প্রবল বৃষ্টিতে তছনছ হয়ে পড়েছে উত্তরকাশী।  হুড়মুড়িয়ে আসা হড়পা বানে চোখের নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। ভেসে গিয়েছেন  বহু মানুষও। শুধু তা-ই নয়, কাদার ধসের তলায় চাপা পড়েছে বাড়ি, এমনকী হোটেলও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভয়ঙ্কর মুহূর্তের ভিডিও। যা দেখে ভয় ধরেছে নেটিজেনদের মনেও।
advertisement
2/7
এ দিকে ওই ভাইরাল ভিডিওগুলি ভাল করে দেখলে বোঝা যাবে যে, ওই বিপর্যয় যখন দৈত্যের মতো ধেয়ে আসছে, সেই সময় ওই এলাকার বাসিন্দারা চিৎকার-চেঁচামেচি করার পরিবর্তে জোরে জোরে বাঁশি বাজাতে শুরু করেছিলেন। ক্যামেরাবন্দি এই দৃশ্য কিন্তু নেটাগরিকদের মনে এক কৌতূহলের জন্ম দিয়েছে। এর কারণটা ঠিক কী। আসলে জরুরিকালীন পরিস্থিতিতে মানুষ চিৎকার করার পরিবর্তে বাঁশি বাজিয়ে থাকেন। কারণ চিৎকারের তুলনায় বাঁশির আওয়াজ তীক্ষ্ণ প্রকৃতির হয়। যা দ্রুত সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে।
advertisement
3/7
বাঁশি সতর্কতার সঙ্কেত দেয়:উত্তরাখণ্ডের বহু গ্রামীণ এলাকায় বাঁশি বা হুইসেল বাজানো কিন্তু বিনোদনের আওতায় পড়ে না। বরং তা বহু বছর ধরে চলে আসা জরুরিকালীন অবস্থার সিগন্যাল দেওয়ার একটা পন্থাও বটে! আসলে মোবাইল নেটওয়ার্ক, লাউডস্পিকার অথবা কোনও ফর্ম্যাল ওয়ার্নিং সিস্টেম আসার বহু আগে থেকেই জরুরিকালীন পরিস্থিতিতে বাঁশি বাজিয়ে সতর্ক করাটাই ছিল অন্যতম প্রধান পন্থা।
advertisement
4/7
ভূমি ধস, প্রবল বর্ষণ অথবা দাবানলের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে অন্যদের সতর্ক করার জন্য জোরে জোরে বাঁশি বাজানো হত। সতর্কতা যাতে বড় এলাকার মধ্যে ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্যই এই পন্থা অবলম্বন করতেন পাহাড়ের মানুষেরা।
advertisement
5/7
চিৎকারের পরিবর্তে বাঁশি কেন?উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় চিৎকার করলে তা প্রতিধ্বনিত হয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। ফলে মানুষের চিৎকারকে অনেক সময়ই কোনও গোলমাল বা ঝামেলা ভেবে বসেন অনেকেই। অন্যদিকে বাঁশির আওয়াজ স্পষ্ট এবং তীক্ষ্ণ। যা শুনে সহজেই বোঝা যায়। গ্রামবাসীদের বিশ্বাস, বাঁশির আওয়াজ কেবলমাত্র মানুষকেই নয়, পশুপাখিদেরও সতর্ক করে দিতে পারে।
advertisement
6/7
যখন বাঁশি বেজে উঠতে থাকে, তখন আশপাশের মানুষ বিপদের বিষয়ে সতর্ক হয়ে যান। ফলে নিজেরাও আবার বাঁশি বাজাতে শুরু করেন। যা একটি সাউন্ড চেন-এর সৃষ্টি করে। ফলে তা দূরদূরান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারে।
advertisement
7/7
বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞরা এই বিষয়টিকে অত্যন্ত কার্যকর বলে মনে করেন। তাঁদের পরামর্শ, যদি প্রতিটি গ্রামে বাঁশি বাজানোর ফ্রিকোয়েন্সি এবং পরিস্থিতিকে মানসম্মত করে, তাহলে এটি সস্তায় চমৎকার একটি সতর্কতা ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে।
বাংলা খবর/ছবি/দেশ/
এলোপাথাড়ি বৃষ্টি...তার মাঝেই বারবার বাজছিল একটা বাঁশি! উত্তরকাশীর বিপর্যয়ের মাঝে কী করছিলেন ওই ব্যক্তি?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল