TRENDING:

West Bengal Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন! রবি-সোমে বাড়বে দুর্যোগ?

Last Updated:
West Bengal Weather Forecast: বড় দুর্যোগের আভাস! শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...
advertisement
1/8
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শনিবার থেকেই আবহাওয়া পরিবর্তন! রবি-সোমে বাড়বে দুর্যোগ
বৃষ্টির বেগ কলকাতায় কমলেও দুর্যোগ কাটেনি। নিম্নচাপের অশনি সংকেত এখনও বাংলার আকাশে। তার ওপর বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ (West Bengal Weather Forecast)। আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হবে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (West Bengal Weather Forecast)। আগামী দুদিন বাড়বে তাপমাত্রা বাড়বে। থাকবে আদ্রতা জনিত অস্বস্তি।
advertisement
2/8
মায়ানমার সংলগ্ন উপকূল ও গালস অফ মার্তাবানে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই এই সিস্টেম নিম্নচাপে  (West Bengal Weather Forecast) পরিণত হবে। শনিবার উত্তর পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হবে নিম্নচাপ। ক্রমশ এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে উড়িষ্যা উপকূলে অবস্থান করবে।
advertisement
3/8
আরও একটি নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম ঝাড়খন্ড সংলগ্ন ছত্রিশগড়ে অবস্থান করছে। এটি ক্রমশ দুর্বল হয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে (West Bengal Weather Forecast)। এই নিম্নচাপের ওপর দিয়ে মৌসুমী অক্ষ রেখা ওড়িশার বালাসোর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
advertisement
4/8
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মূলত পরিষ্কার আকাশ থাকবে কলকাতায়। আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
5/8
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আরও এক দফা প্রবল বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার প্রবল বৃষ্টি হবে উপকূলের জেলা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ Photo- File
advertisement
6/8
শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন। মেঘলা আকাশে মেঘ থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। উপকূলের তিন জেলা দক্ষিন ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি  ও হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
advertisement
7/8
রবি ও সোমবার বৃষ্টির বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনা তে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
8/8
মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড। এছাড়াও উত্তরপশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টি বাড়বে। আগামী কয়েক দিন বৃষ্টি বেশি হবে রাজস্থান এবং গুজরাতেও।
বাংলা খবর/ছবি/দেশ/
West Bengal Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন! রবি-সোমে বাড়বে দুর্যোগ?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল