Viral News Bank: 'আপনার কথায় বিশ্বাস করে টাকা দিয়েছিলাম', ব্যাঙ্কে ঢুকেই চিৎকার-কান্না গ্রাহকের! মুহূর্তে উধাও ৮৮ লাখ, কী হবে এবার?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News Bank: জনগণ কার কথায় বিশ্বাস করে ব্যাঙ্কে টাকা রাখবেন বলুন তো? ১-২-৩ করে করে একেবারে ৮৮ লক্ষ টাকা নিমেষে উধাও। বেসরকারি ব্যাঙ্কে যা কাণ্ড, জানলে শিউরে উঠবেন।
advertisement
1/8

দীর্ঘদিন ধরেই চলছিল প্রতারণা। ১-২-৩ করে করে একেবারে ৮৮ লক্ষ টাকা নিমেষে উধাও। বেসরকারি ব্যাঙ্কে যা কাণ্ড, জানলে শিউরে উঠবেন। কাকে বিশ্বাস করবেন? (Image Courtesy AI)
advertisement
2/8
জনগণ কার কথায় বিশ্বাস করে ব্যাঙ্কে টাকা রাখবেন বলুন তো? (Image Courtesy AI)
advertisement
3/8
সম্বলপুরের সাইবার শাখার পুলিশ গত শুক্রবার ভুবনেশ্বরের একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মীকে গ্রেফতার করেছে। অভিযোগ, প্রতারণা করে ৮৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। (Image Courtesy AI)
advertisement
4/8
অভিযুক্তের নাম সুধাংশু শেখর সুবুধি, ৩১ বছর বয়স। তিনি খুরদা জেলার টাঙ্গি এলাকার বাসিন্দা। বেসরকারি ব্যাঙ্কে গ্রাহকদের আর্থিক পরামর্শ দেওয়ার ছিল। (Image Courtesy AI)
advertisement
5/8
তার বদলে তিনি নিজেই টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ। পুলিশ তাঁকে গ্রেফতার করে এই ঘটনার গভীরে যেতে চায়। (Image Courtesy AI)
advertisement
6/8
সুধাংশুর বাড়ি থেকে ৯টি এটিএম কার্ড, ৩টে ব্যাঙ্কের পাসবুক, ২টি ল্যাপটপ উদ্ধার হয়েছে। (Image Courtesy AI)
advertisement
7/8
পুলিশের অনুমান, টাকা হাতানোর জন্য এগুলি ব্যবহার করতেন তিনি। গত ৩১ জুলাই ৫৬ বছরের এক গ্রাহক বিনিয়োগের প্ল্যাটফর্মে ৮৮ লক্ষ টাকা খোয়ানোর পর ঘটনা জানাজানি হয়। (Image Courtesy AI)
advertisement
8/8
অভিযোগকারী জানান, সুধাংশুর কথাতেই ওই বিনিয়োগ প্ল্যাটফর্মে টাকা দিয়েছিলেন তিনি। স্বয়ংক্রিয় ভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে লিঙ্ক গিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়। (Image Courtesy AI)