TRENDING:

দেশের প্রথম Sleeper বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা...! শনিবার মালদহে জোড়া কর্মসূচিতে প্রধানমন্ত্রী, কখন ট্র্যাকে ছুটবে ট্রেন?

Last Updated:
Vande Bharat Sleeper: শনিবার মালদহে জোড়া কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আরও ছয়টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন তিনি। আর কী কী আছে তাঁর পরিকল্পনায়? জানুন!
advertisement
1/5
দেশের প্রথম Sleeper বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা! শনিবার মালদহে জোড়া কর্মসূচিতে মোদি
আগামিকাল শনিবার মালদহে জোড়া কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আরও ছয়টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন তিনি।
advertisement
2/5
রেলের সরকারি অনুষ্ঠানের পাশাপাশি মালদহে সাহাপুর বাইপাস সংলগ্ন ময়দানে দলের পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখবেন তিনি। ইতিমধ্যেই নারায়ণপুরে বাইপাস সংলগ্ন মাঠে সরকারি অনুষ্ঠান এবং দলীয় কর্মসূচির জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছে প্যান্ডেল। এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।
advertisement
3/5
দলীয় সূত্রের খবর, শনিবার দুপুর ১ টা নাগাদ প্রধানমন্ত্রী বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে এসে পৌঁছবেন মালদহের ইংরেজবাজারে। ঝলঝলিয়া লক্ষণ সেন স্টেডিয়ামে হেলিকপ্টারে নামার পর তিনি প্রথমে মালদহ টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। সেখানে স্কুলের পড়ুয়াদের সঙ্গেও মিলিত হওয়ার কথা প্রধানমন্ত্রীর।
advertisement
4/5
মালদহ টাউন স্টেশনে কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে এসে পৌঁছবেন সাহাপুর বাইপাস সংলগ্ন ময়দানে। সেখানে দুইটি আলাদা মঞ্চ তৈরি হয়েছে। প্রথমে তিনি রেলের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। আরও বেশ কিছু ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করবেন। শেষে পাশে তৈরি দলীয় মঞ্চে পরিবর্তন সংকল্প সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
advertisement
5/5
প্রধানমন্ত্রী মোদির সভার প্রস্তুতি ঘিরে গত মাসেই সেজে উঠেছিল নদিয়ার তাহেরপুর। যদিও সে যাত্রা তাহেরপুরে পৌঁছতেই পারেননি প্রধানমন্ত্রী। ঘন কুয়াশার কারণে দমদম বিমানবন্দর থেকেই ফোনে তাহেরপুরের জনসভার ভাষণ দিতে হয় মোদিকে সেইসময়।
বাংলা খবর/ছবি/দেশ/
দেশের প্রথম Sleeper বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা...! শনিবার মালদহে জোড়া কর্মসূচিতে প্রধানমন্ত্রী, কখন ট্র্যাকে ছুটবে ট্রেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল