TRENDING:

দেড় ঘণ্টায় মায়াপুর, ৮ ঘণ্টায় NJP...! দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের রিজার্ভেশন শুরু হয়েছে, দেখে নিন সময়সূচি!

Last Updated:
Vande Bharat Sleeper Schedule: রেল সূত্র জানিয়েছে, এই বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি সপ্তাহে মোট ছ'দিন চলবে। শুধু কামাখ্যা-হাওড়া ট্রেন (২৭৫৭৬) বুধবার চলবে না, অন্যদিকে হাওড়া-কামাখ্যা ট্রেনটি (২৭৫৭৫) চলবে না বৃহস্পতিবার করে।
advertisement
1/10
দেড় ঘণ্টায় মায়াপুর..! দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের রিজার্ভেশন শুরু
ভারতীয় রেল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের নিয়মিত বাণিজ্যিক পরিষেবা শুরুর তারিখ ঘোষণা করেছে। এবার হাওড়া (কলকাতা) এবং কামাখ্যা (গুয়াহাটি) র মধ্যে ছুটবে এই ট্রেনটি।
advertisement
2/10
রেল সূত্র জানিয়েছে, এই বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি সপ্তাহে মোট ছ'দিন চলবে। শুধু কামাখ্যা-হাওড়া ট্রেন (২৭৫৭৬) বুধবার চলবে না, অন্যদিকে হাওড়া-কামাখ্যা ট্রেনটি (২৭৫৭৫) চলবে না বৃহস্পতিবার করে।
advertisement
3/10
ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, ট্রেন নম্বর ২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি আগামী ২২ জানুয়ারি থেকে নিয়মিত চলবে, অন্যদিকে ফিরতি ট্রেন নম্বর ২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা ২৩ জানুয়ারি থেকে চলবে।
advertisement
4/10
রেল সূত্র জানিয়েছে, এই ট্রেনগুলি সপ্তাহে মোট ছ'দিন চলবে। শুধু কামাখ্যা-হাওড়া ট্রেন (২৭৫৭৬) বুধবার চলবে না, অন্যদিকে হাওড়া-কামাখ্যা ট্রেনটি (২৭৫৭৫) চলবে না বৃহস্পতিবার করে।
advertisement
5/10
রেল মন্ত্রকের মতে, ট্রেনটি কামাখ্যা থেকে সন্ধ্যা ৬:১৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৮:১৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। ভ্রমণের সম্পূর্ণ সময় ১৪ ঘণ্টা। ফিরতি যাত্রায়, এটি হাওড়া থেকে সন্ধ্যা ৬:২০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৮:২০ মিনিটে কামাখ্যায় পৌঁছবে।
advertisement
6/10
এই দূরত্ব প্রায় ৯৭২ কিলোমিটার। পথে রঙ্গিয়া, নিউ বোঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার রোড, মালদহটাউন, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল স্টেশনে থামবে ট্রেন।
advertisement
7/10
ভারতীয় রেল সূত্রে খবর, এই ট্রেনটি উত্তর-পূর্ব সীমান্ত রেল (NFR) জোন দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হবে। প্রাথমিক রক্ষণাবেক্ষণ কামাখ্যায় করা হবে। নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, মালদহ টাউন এবং আজিমগঞ্জের মতো নির্দিষ্ট স্টেশনগুলিতে জল সরবরাহের সুবিধা পাওয়া যাবে।
advertisement
8/10
এটি ভারতের প্রথম এসি স্লিপার বন্দে ভারত ট্রেন, যা ৩-টিয়ার এসি, ২-টিয়ার এসি এবং ফার্স্ট এসি ক্লাস মূলত অফার করে। যাত্রীরা আরামদায়ক বার্থ, স্বয়ংক্রিয় দরজা, উন্নত সাসপেনশন, জৈব-ভ্যাকুয়াম টয়লেট এবং ক্যাটারিংয়ের মতো আধুনিক সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
advertisement
9/10
যদি আপনিও এই বন্দে ভারত স্লিপার ট্রেনে ভ্রমণের মাধ্যমে নিজেই ট্রেনের সুযোগ-সুবিধা পরোক্ষ করে দেখতে চান, তাহলে সময়েই টিকিট বুক করে ফেলুন।
advertisement
10/10
এই ট্রেনের টিকিট বুক করা যাবে আইআরসিটিসি অথবা রেল অ্যাপের মাধ্যমে। বন্দে ভারত স্লিপার ট্রেনটি উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের মধ্যে সংযোগ জোরদার করবে এবং পর্যটন ও তীর্থযাত্রাকে আগামী দিনে বিশেষ উৎসাহ দেবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি১৭ ​​জানুয়ারি এটি উদ্বোধন করেন। আর আগামী ২২ জানুয়ারি থেকে ট্রেন ছুটবে সাধারণের জন্য।
বাংলা খবর/ছবি/দেশ/
দেড় ঘণ্টায় মায়াপুর, ৮ ঘণ্টায় NJP...! দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের রিজার্ভেশন শুরু হয়েছে, দেখে নিন সময়সূচি!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল