TRENDING:

ঝড়ের মতো ছুটবে...! সঙ্গে AC ঘরের আরাম...! এই 'রুটে' আসছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, জানুন রেলের বিরাট খবর!

Last Updated:
Vande Bharat: ট্রেন যাত্রীদের জন্য এসে গেল দারুণ সুখবর। দেশের প্রথম এসি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস এখন যাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শিগগিরই নির্দিষ্ট রুটে ছুটবে সেমি হাইস্পিড শীতাতপনিয়ন্ত্রিত স্লিপার কোচের স্পেশাল বন্দে ভারত ট্রেন।
advertisement
1/8
ঝড়ের মতো ছুটবে...! সঙ্গে AC ঘরের আরাম...! এই 'রুটে' আসছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস
ট্রেন যাত্রীদের জন্য এসে গেল দারুণ সুখবর। দেশের প্রথম এসি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস এখন যাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শিগগিরই নির্দিষ্ট রুটে ছুটবে সেমি হাইস্পিড শীতাতপনিয়ন্ত্রিত স্লিপার কোচের স্পেশাল বন্দে ভারত ট্রেন।
advertisement
2/8
কিন্তু কোন রুটে ছুটবে এই ট্রেন? জানা যাচ্ছে, ভারতীয় রেলের আগ্রা বিভাগ তাদের প্রথম এবং সামগ্রিকভাবে পঞ্চম বন্দে ভারত ট্রেন পেতে চলেছে, যা লখনউ এবং মুম্বইয়ের মধ্যে চলবে আগামী কিছুদিনের মধ্যেই।
advertisement
3/8
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিশেষ বন্দে ভারত ট্রেনটির উদ্বোধন করবেন। ট্রেন প্রস্তুত। এখন শুধু রেল বোর্ডের অনুমোদনের অপেক্ষা। খুব শিগগিরি এই ট্রেনটি আগ্রার মধ্য দিয়ে যাবে, যার ফলে মুম্বই এবং লখনউয়ের মধ্যে যাত্রা আরও আরামদায়ক এবং সুবিধাজনক হবে।
advertisement
4/8
এই ট্রেনটি লখনউ থেকে মুম্বই পৌঁছবে মাত্র ১২ ঘণ্টায়। বর্তমানে এই যাত্রায় ১৯ ঘণ্টারও বেশি সময় লাগবে। রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, এই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে মোট ২০টি কোচ থাকবে।
advertisement
5/8
লখনউ-মুম্বই স্লিপার বন্দে ভারত ট্রেনটি আগ্রার মধ্য দিয়ে যাবে। এর ফলে আগ্রা এবং মুম্বই বা লখনউয়ের মধ্যে যাত্রা খুবই সহজ হবে। বর্তমানে, এই ধরণের কোনও বন্দে ভারত ট্রেন চালু নেই। তাই যাত্রীদের জন্য বিরাট সুবিধাজনক হবে এই ট্রেনটি চালু হলে।
advertisement
6/8
বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জাপানি মন্ত্রীর সঙ্গে সুরাট থেকে মুম্বই পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণ করেন। মনে করা হচ্ছে যে শীঘ্রই আরও বেশ কিছু রুটে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হতে পারে।
advertisement
7/8
শীঘ্রই এই ট্রেনটিকে পরীক্ষামূলকভাবে চালানো হবে। রেল বোর্ড অনুমোদন দিলেই এই সংক্রান্ত কাজ শুরু হবে। ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
8/8
প্রসঙ্গত, এক বছর আগেই আগ্রা বিভাগ প্রথম ভোপাল বন্দে ভারত পেয়েছিল। এরপর উদয়পুর, খাজুরাহো এবং বারাণসী বন্দে ভারত ট্রেন চালু হয়। এই ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার। দুর্দান্ত গতির এই ট্রেনের ফিচারও থাকবে চমৎকার!
বাংলা খবর/ছবি/দেশ/
ঝড়ের মতো ছুটবে...! সঙ্গে AC ঘরের আরাম...! এই 'রুটে' আসছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, জানুন রেলের বিরাট খবর!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল