Uttarkashi Tunnel Rescue: পাইপ দিয়ে পৌঁছল খিঁচুড়ি, আপেল, মোবাইল! আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ আর কতদূর?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ankita Tripathi
Last Updated:
ওই দিন প্রায় ৫৭ মিটার লম্বা একটি লাইফলাইন পাইপ সুড়ঙ্গ ভেদ করে আটকে পড়া শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। এই পাইপের মাধ্যমেই প্রচুর পরিমাণে খাবার এবং জল তাঁদের কাছে পৌঁছে দেওয়া যাবে।
advertisement
1/8

প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ওই দিন প্রায় ৫৭ মিটার লম্বা একটি লাইফলাইন পাইপ সুড়ঙ্গ ভেদ করে আটকে পড়া শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। এই পাইপের মাধ্যমেই প্রচুর পরিমাণে খাবার এবং জল তাঁদের কাছে পৌঁছে দেওয়া যাবে।
advertisement
2/8
এখানেই শেষ নয়, ইতিমধ্যে ২০ কেজি এবং ৫০ কেজি ওজনবিশিষ্ট দুটি রোবটও পাঠিয়েছে ডিআরডিও। এমনকী এহেন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আটকে পড়া শ্রমিকদের পুষ্টিগত চাহিদার কথা মাথায় রেখে আধিকারিকরা মেডিক্যাল বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বিশেষ ডায়েট প্ল্যানও তৈরি করেছেন।
advertisement
3/8
অভিযানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়:১. প্রায় ৫৭ মিটার লম্বা একটি লাইফলাইন পাইপ সুড়ঙ্গ ভেদ করে আটকে পড়া শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। সেই সঙ্গে এই পাইপের মাধ্যমে ২০ কেজি এবং ৫০ কেজি ওজনবিশিষ্ট দু’টি রোবটও পাঠিয়েছে ডিআরডিও।
advertisement
4/8
২. এই উদ্ধার অভিযানের বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।৩. এই সংক্রান্ত সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ধামি। সেই সঙ্গে এ-ও জানিয়েছেন যে, আটকে পড়া শ্রমিকরা সুরক্ষিতই আছেন। তাঁদের কাছে পর্যাপ্ত অক্সিজেন, পুষ্টিকর খাবার এবং জল ক্রমাগত সরবারহ করা হচ্ছে।
advertisement
5/8
৪. আটকে পড়া শ্রমিকদের মধ্যে কয়েকজন অসুস্থতার কথা জানিয়েছিলেন। যার জেরে সঙ্গে সঙ্গে ওই এলাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের আনানো হয়। অসুস্থ শ্রমিকদের চিকিৎসাও করা হয়।৫. সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করে সিপিআই(এম) জানিয়েছে, এটা ব্যাখ্যাতীত ঘটনা। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তাদের প্রশ্ন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার জন্য গোটা বিশ্বের বিশেষজ্ঞদের কাছ থেকে কেন সাহায্য চাইছে না কেন্দ্র।
advertisement
6/8
৬. উদ্ধারকাজ পরিদর্শনের জন্য আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স ওই এলাকায় পৌঁছেছেন। তিনি মূলত জেনেভার ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের প্রধান।৭. পুরোহিত রাওয়াত সতীশ হেমওয়াল বলেন, শ্রমিকরা যাতে সুস্থ থাকেন, তার জন্য তিনি প্রার্থনা করেছেন। তাঁদের কাছে খাবার আর ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে।
advertisement
7/8
৮. উত্তরকাশীর সুড়ঙ্গে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জাম বহনকারী একটি ট্রাক তেহরি জেলায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ট্রাকের চালক।৯. আগে ৪ ইঞ্চির একটি টিউব ব্যবহার করে ড্রাই ফ্রুটের মতো খাবার, ওষুধ এবং অক্সিজেন ওই সুড়ঙ্গের একটা অংশে পাঠানো হচ্ছিল।
advertisement
8/8
প্রসঙ্গত ভূমিধসের জেরে সুড়ঙ্গের একটা অংশ গত ১২ নভেম্বর ভেঙে গিয়েছিল। প্রসঙ্গত ওই সুড়ঙ্গ চার ধাম অল-ওয়েদার রোডের অংশ। বিপুল পরিমাণ ধ্বংসস্তূপে আটকে পড়েন প্রায় ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করার জন্যই শুরু হচ্ছে অভিযান।