৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু! উত্তরকাশীর বিপর্যয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
উত্তরাখণ্ডের ভূমিধসে উদ্ধারকাজে নেমেছে সেনা বাহিনী। ইতিমধ্যেই হড়পা বান কবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ২০ জনেরও বেশি সাধারণ নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে, আহতদের হর্ষিলের সেনাবাহিনীর চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
advertisement
1/5

উত্তরাখণ্ডের ভূমিধসে উদ্ধারকাজে নেমেছে সেনা বাহিনী। ইতিমধ্যেই হড়পা বান কবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ২০ জনেরও বেশি সাধারণ নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে, আহতদের হর্ষিলের সেনাবাহিনীর চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
advertisement
2/5
সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে ১৫০ জন কর্মী মোতায়েন করেছে এবং ১০ মিনিটের মধ্যে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার দুপুর ১:৪৫ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। এখনও আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারকাজ করছে ভারতীয় সেনা।
advertisement
3/5
তবে ওই এলাকায় এখনও চলছে ভারী থেকে অতিভারী বৃষ্টি, যার ফলে কিছুটা হলেও উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে। উত্তরকাশী প্রশাসন ঘোষণা করেছে, সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি বুধবার বন্ধ থাকবে। সেই সঙ্গে বিপদ ঘটতে পারে এমন এলাকার বাসিন্দাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য প্রচার করা হবে।
advertisement
4/5
উত্তর কাশী জেলার ধারালি গ্রামে আচমকা হড়পা বানে অন্তত ৫০টি হোটেল-সহ বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে৷ মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের সৃষ্টি হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷ Image: PTI
advertisement
5/5
এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত চার জনের মৃত্য হয়েছে৷ কিন্তু নিখোঁজ বেশ কিছু বাসিন্দা। টানা বৃষ্টির জেরে উদ্ধারকাজেও সমস্যা হচ্ছে, তার মধ্যেই স্থানীয়দের সহযোগিতা করছে ভারতীয় সেনা।