Relationship News: ফ্ল্যাটে থাকতেন স্বামী-স্ত্রী, আচমকা নজর পুলিশের! জানলা দিয়ে উঁকি দিতেই যা দেখল… ঘাম ছুটল সকলের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Relationship News: উত্তরপ্রদেশের গোরখপুর থেকে চমকপ্রদ খবর সামনে এসেছে। ভাড়া নিয়ে একটি ফ্ল্যাটে থাকতেন স্বামী-স্ত্রী। সঙ্গে থাকতেন দুই যুবক, দুই যুবতী এবং এক নাবালিকার সঙ্গে থাকতেন। পুলিশ যেতেই যা দেখল...
advertisement
1/5

গোরক্ষপুর: উত্তরপ্রদেশের গোরখপুর থেকে চমকপ্রদ খবর সামনে এসেছে। ভাড়া নিয়ে একটি ফ্ল্যাটে থাকতেন স্বামী-স্ত্রী। সঙ্গে থাকতেন দুই যুবক, দুই যুবতী এবং এক নাবালিকার সঙ্গে থাকতেন।
advertisement
2/5
ওই ফ্ল্যাটে দিব্যি চলত মধুচক্র। পুলিশ এই বিষয়ে অভিযোগ পাওয়ার পরেই ফ্ল্যাটে অভিযান চালায়। তারপর যা সামনে আসে সকলে অবাক হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গোরক্ষপুরের চিলুয়াতাল থানা এলাকার মিলেনিয়াম কলোনির। প্রতীকী ছবি
advertisement
3/5
দিব্যি সেখানে চলছে যৌন চক্র। পুলিশ গিয়ে হাতেনাতে সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করেছে। বাড়ি থেকে দুই যুবক এবং দুই যুবতী-সহ একটি নাবালিকা মেয়ে পাওয়া গেছে।
advertisement
4/5
চিলুয়াতাল পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাট থেকে যুবক ব্রিজেশ সাহনি, দুই যুবতী বিট্টু শর্মা এবং প্রেম সাহনিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, লিভ-ইন সম্পর্কে থাকা প্রেমিক যুগল ব্রিজেশ সাহনি এবং বিট্টু দেহ-ব্যবসার কাজ করাতেন। আর দালাল প্রেম সাহনি বাইরে থেকে খদ্দের ধরে বাড়ি নিয়ে আসতেন। ওই ফ্ল্যাটের মালিক বদন সিংহ বলে জানা গেছে।
advertisement
5/5
ক্যাম্পিয়ারগঞ্জের সার্কেল অফিসার বিবেক কুমার তিওয়ারি এবং চিলুয়াতাল থানা ইনচার্জ অতুল শ্রীবাস্তব এই অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ জানিয়েছে, যে প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই ফ্ল্যাটটি বিশেষভাবে দেহ ব্যবসার জন্যই ভাড়ায় নেওয়া হয়েছিল।