UP Election Results 2022|| উত্তরপ্রদেশে অকাল হোলি বিজেপির, ফলের আগেই সেলিব্রেশনে মাতলেন কর্মী-সমর্থকেরা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Uttar Pradesh Assembly Election Results 2022: বুথফেরত সমীক্ষায় প্রায় সমস্ত সংস্থাই উত্তরপ্রদেশে বিজেপিকে এগিয়ে রেখেছিল। সেই ট্রেন্ড বাস্তবেও ফলতে শুরু করেছে। সমর্থকেরা মেতে উথেছেন অকাল হোলিতে।
advertisement
1/12

*উত্তরপ্রদেশে বিজয় উল্লাস শুরু বিজেপির ৷
advertisement
2/12
*বিজেপি সমর্থকেরা গেরুয়া আবীর মেখে উৎসবে শামিল।
advertisement
3/12
*লখনইয়ে বিজেপি অফিসের সামনে অকাল হোলিতে মেতে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা।
advertisement
4/12
*উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে বিজেপির প্রচারে নরেন্দ্র মোদির পাশাপাশি সমান ভাবে উঠে এসেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। টানা দ্বিতীয় বার লখনউয়ের কুর্সি দখল করতে পারলে ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অমিত শাহের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন বলে মনে করছে দলেরই একাংশ।
advertisement
5/12
*মহিলা কর্মী এবং সমর্থকেরাও মেতে উঠেছেন আনন্দে।
advertisement
6/12
*নির্বাচনী জয়ের আনন্দে মাতোয়ারা বিজেপি সমর্থকেরা।
advertisement
7/12
*দলীয় পতাকা হাতে লখনউ বিজেপি অফিসের সামনে সমর্থকদের উপচে পড়া ভিড়।
advertisement
8/12
*নির্বাচনী জয়ের আনন্দে মাতোয়ারা বিজেপি সমর্থকেরা।
advertisement
9/12
*ছোট্ট শিশুটিও শামিল জয়ের আনন্দে। তাকে যোগী আদিত্যনাথের মতো পোশাক পরানো হয়েছে।
advertisement
10/12
*লখনউ বিজেপি অফিসের সামনের ছবি।
advertisement
11/12
*লখনউ বিজেপি অফিসের সামনের ছবি।
advertisement
12/12
*লখনউ বিজেপি অফিসের সামনের ছবি।