Union Budget 2023: ইনকাম ট্যাক্সে বিপুল ছাড়! বাজেটে আর কী কী বড় ঘোষণা? দেখে নিন ১০ পয়েন্টে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সাতটি ক্ষেত্রে বিশেষ জোর৷ তাই ২০২৩-২৪ সালের বাজেটকে সপ্তঋষি বাজেট বলে নামকরণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ সমাজের সবক্ষেত্রের উন্নয়ন, প্রত্যন্ত সীমায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, পরিকাঠামো উন্নয়ন, প্রকৃত ক্ষমতাকে কাজে লাগানো, পরিবেশ বান্ধব উন্নয়ন, যুব শক্তির বিকাশ এবং আর্থিক ক্ষেত্রে উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷
advertisement
1/10

ইনকাম ট্যাক্সে বিপুল ছাড়: নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল। ৭ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতেই হবে না ৷ ৫ লক্ষ থেকে বাড়িয়ে ছাড়ের ঊর্ধ্বসীমা করা হল ৭ লক্ষ ৷ পুরনো কাঠামোয় ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ কর। ৯ থেকে ১২ লক্ষ আয়ে ১৫ শতাংশ কর। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর ধার্য।
advertisement
2/10
৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন প্রবীণ নাগরিকেরা। তাঁদের ক্ষেত্রে আয়কর ছাড় ছিল ১৫ লক্ষ টাকা। সেটা বাড়িয়ে করা হয়েছে ৩০ লক্ষ টাকা। এ ছাড়া পোস্ট অফিসে টাকা রাখার ক্ষেত্রেও বিশেষ ছাড়।
advertisement
3/10
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম চালু। ২ লক্ষ টাকা ২ বছর সঞ্চয়ে সাড়ে সাত শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনদের সেভিংস স্কিমে সর্বোচ্চ বিনিয়োগ ১৫ লক্ষ থেকে বেড়ে ৩০ লক্ষ টাকা। কিসান ক্রেডিট কার্ডের জন্য বরাদ্দ ২০ লক্ষ কোটি টাকা।
advertisement
4/10
মহিলা সম্মান বচত পত্রে সুদের হার ৭.৫ শতাংশ ৷ MIS-এ এবার রাখা যাবে বেশি টাকা । সিঙ্গল অ্যাকাউন্টে রাখা যাবে ৪.৫ লক্ষের টাকার বদলে ৯ লক্ষ টাকা ৷ জয়েন্ট অ্যাকাউন্টে রাখা যাবে ৯ লক্ষের বদলে ১৫ লক্ষ টাকা ৷
advertisement
5/10
দাম কমল মোবাইল, টিভি, হীরের গয়নার ও খেলনার ৷ কমবে গাড়ির যন্ত্রাংশের দাম, সাইকেলের। তবে দাম বাড়ল সিগারেটের। চাপল ১৬ শাতংশ সেস। বাড়ছে সোনা ও প্ল্যাটিনামের দামও।
advertisement
6/10
ডিজিটালে মূল পরিচয়পত্র প্যান:আর্থিক লেনদেনে ডিজিটাল মাধ্যমে প্যানই হবে মূল পরিচয়পত্র। কেওয়াইসি সিস্টেমের সরলীকরণ। বারবার দিতে হতে হবে না কেওয়াইসি। বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের।
advertisement
7/10
রেলের জন্য বরাদ্দ ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা ৷ বাজেটে রেলের জন্য রেকর্ড বরাদ্দ। দু-লক্ষ চল্লিশ হাজার কোটির বেশি বরাদ্দ রেলকে। ২০১৩-১৪ অর্থবর্ষের তুলনায় ৯ গুণ বাড়ল বরাদ্দ। তৈরি হবে পঞ্চাশটি নতুন এয়ারপোর্ট, হেলিপ্যাডও।
advertisement
8/10
আদিবাসীদের উন্নয়নে নতুন অ্যাকশন প্ল্যান ৷ ৭৯ টি একলব্য স্কুলের জন্য ৩৮ হাজার শিক্ষক নিয়োগ ৷
advertisement
9/10
পিএম আবাস যোজনায় ৬৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি৷ পিএম আবাস যোজনায় বরাদ্দ ৭৯ হাজার কোটি টাকা ৷ বাজেটে পরিবেশবান্ধব পরিস্থিতি তৈরির উপরে বিশেষ নজর। গোবর্ধন, পঞ্চামৃত গ্রিন গ্রোথ-এ গুরুত্ব। ম্যানগ্রোভ ও ওয়েটল্যান্ড বাঁচানোর জন্য বিশেষ বরাদ্দ।
advertisement
10/10
সাতটি ক্ষেত্রে বিশেষ জোর৷ তাই ২০২৩-২৪ সালের বাজেটকে সপ্তঋষি বাজেট বলে নামকরণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ সমাজের সবক্ষেত্রের উন্নয়ন, প্রত্যন্ত সীমায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, পরিকাঠামো উন্নয়ন, প্রকৃত ক্ষমতাকে কাজে লাগানো, পরিবেশ বান্ধব উন্নয়ন, যুব শক্তির বিকাশ এবং আর্থিক ক্ষেত্রে উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷