TRENDING:

Success Story: এক ড্রাম দুধ দিয়ে শুরু, আজ বিক্রি হয় রোজ ৩৬ লক্ষ লিটার দুধ, হাজার কোটির মালিক এঁরা

Last Updated:
Success Story: কোটি টাকা তো হাতের ময়লা এঁরা এখন হাজার কোটির মালিক জাস্ট দুধ বেচে...
advertisement
1/6
এক ড্রাম দুধ দিয়ে শুরু, আজ বিক্রি হয় রোজ ৩৬ লক্ষ লিটার দুধ, হাজার কোটির মালিক
দুধ এমন একটা সামগ্রী যা সকলের বাড়িতেই কাজে লাগে৷ বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে দুধ পাওয়া যায় আবার বিভিন্ন জায়ান্ট শিল্পপতিদের দুধের সরবরাহ করার ব্যবসাও থাকে৷ আজ জেনে নিন ছোট একটা দুধ বিক্রেতা থেকে রোজ লক্ষ লক্ষ টাকার দুধ বিক্রি করে বাজিমাত করছেন পারস মিল্কের মালিক৷ কী পদ্ধতিতে চড়চড় করে চড়ে ফেললেন সাফল্যের সিঁড়িতে৷ রোজ রোজ ৩৬ লক্ষ টাকার দুধ বিক্রি করেন দিল্লি ও দিল্লির চারপাশের এলাকায়৷
advertisement
2/6
মাত্র ৬০ লিটার দুধ বিক্রির মাধ্যমে শুরু হয়েছিল এই কোম্পানিটি। এর প্রতিষ্ঠাতার নাম বেদ রাম নগর ৷  ১৯৩৩ সালে জন্মেছিলেন বেদ রাম নগর৷ তিনি ২৭ বছর বয়সে একদম ছোট দুধওয়ালা হিসাবে কাজ শুরু করেছিলেন। সে সময় তিনি প্রতিদিন মাত্র ৫০-৬০ লিটার দুধ বিক্রি করতেন। ভেড্রাম ১৯৮০ সালে প্রথম ফার্ম প্রতিষ্ঠা করেন। এরপরে, ১৯৮৪ সালে, তিনি দুধ এবং এর পণ্য উৎপাদনের জন্য একটি ইউনিট প্রতিষ্ঠা করেন।
advertisement
3/6
১৯৮৬ সালে তিনি V.R.S. খাবারের নামে একটি কোম্পানি শুরু করেন।১৯৮৭ সালে, তিনি গাজিয়াবাদের সাহেবাবাদে প্রথম বড় মিল্ক প্ল্যান্ট স্থাপন করেন। ১৯৯২ সালে, গুলাভাথিতে আরেকটি বড় দুধ কারখানা স্থাপন করা হয়েছিল। ২০০৪ সালে, কোম্পানিটি দিল্লি-এনসিআরের সীমানা ছাড়িয়েছে৷ এই মুহূর্তে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি দুধ কারখানা স্থাপন করে।
advertisement
4/6
২০০৮ সালে  কোম্পানির  পরিবর্তন করা হয় বেদ রাম নগর ২০০৫ সালে মারা যান। ২০০৮ সালে তাঁর মৃত্যুর পর, তাঁর কোম্পানির নাম পরিবর্তন করে ভেড্রাম অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড করা হয়। বর্তমানে কোম্পানিটি প্রতিদিন ৩৬ লক্ষ লিটার দুধ বিক্রি করে। এর প্রধান ব্র্যান্ড পারস যা দিল্লি-এনসিআরে বেশ বিখ্যাত।
advertisement
5/6
কোম্পানিটি এখন দুধের ব্যবসাও বিস্তৃতও হয়েছে৷  ভেদ্রম নগরের ছেলেরা এখন স্বাস্থ্য পরিষেবা, রিয়েল এস্টেট, শিক্ষা এবং ওষুধ উৎপাদন সহ অনেক ক্ষেত্রে কোম্পানির জন্য নাম তৈরি করতে শুরু করেছে। ইউপির বাগপত থেকে শুরু হওয়া ভেদম নগরের আজ দেশের অনেক বড় ব্যবসা সংস্থা হয়ে উঠেছে৷
advertisement
6/6
ছেলে রাজ্যসভার সাংসদ বেদ রাম নগরের ৫ ছেলে। তাদের মধ্যে একজন সুরেন্দ্র সিং নগর রাজ্যসভার সাংসদ। বাকি ছেলেরা তাঁদের বাবার ব্যবসায় রয়েছেন এবং সেই ব্যবসাকে বাড়িয়ে চলেছেন৷
বাংলা খবর/ছবি/দেশ/
Success Story: এক ড্রাম দুধ দিয়ে শুরু, আজ বিক্রি হয় রোজ ৩৬ লক্ষ লিটার দুধ, হাজার কোটির মালিক এঁরা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল