TRENDING:

Strict Rules For Bike With Kids: বাইকে শিশুদের তুলছেন? এবার মানতে হবে এই কড়া নিয়মগুলি, নাহলেই কঠোর শাস্তি!

Last Updated:
Strict Rules For Bike With Kids: এবার নির্দিষ্টভাবে বাইকে শিশুদের আরোহন নিয়ে কিছু কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।
advertisement
1/10
বাইকে শিশুদের তুলছেন? এবার মানতে হবে এই কড়া নিয়মগুলি, নাহলেই কঠোর শাস্তি!
আজকাল রাস্তায় যানজট এড়াতে গাড়ি থাকলেও বাইকেই ভরসা করছেন অনেকে। আর মধ্যবিত্ত জীবনে বাইকের জুড়ি মেলা ভার। বাচ্চাদের স্কুল পৌঁছনো থেকে নিজেদের অফিস কাছারি। বাইকেই দিন দিন ভরসা বাড়ছে সাধারণ মানুষের। কিন্তু বাইক পথে বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বেনিয়মও। সেইসব বেনিয়মকে ঠিক পথে চালিত করতে কঠোর মনোভাব সরকারের।
advertisement
2/10
সাধারণ বাইক স্কুটি চালকদের ক্ষেত্রে এমনিতেই রয়েছে নানা নিয়ম ও কড়া আইন। এবার নির্দিষ্টভাবে বাইকে শিশুদের আরোহন নিয়ে কিছু কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। যা আগামীদিনে কঠোর শাস্তিযোগ্য আইন হিসেবে বলবৎ হতে চলেছে দেশে।
advertisement
3/10
চলতি পথে রাস্তায় এখন চার চাকার গাড়ির তুললায় দু চাকার গাড়ির সংখ্যাই বেশি। যানজট এড়িয়ে সহজেই দ্রুত নিজের গন্তব্য স্থলে নিয়ে যেতে বাইক স্কুটির জুড়ি মেলাভার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তায় হেলমেট বিহীন বাইক চালক দেখা যায়। আবার সঙ্গী যে আরোহী থাকে, তাকেও হেলমেট ছাড়াই দেখা যায়। বিশেষ করে এই ছবি তো হামেশাই চোখে পরে যে শিশুদের হেলমেট ছাড়াই দিব্যি বসানো হয়েছে বাইকে। তবে এবার এসব বন্ধ করতে কড়া হাতে রাশ টানতে চাইছে কেন্দ্র সরকার।
advertisement
4/10
১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিকলস আইনে সংশোধন আনতে চেয়ে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক ২০২২ সাল থেকে নতুন বিধি কার্যকর করতে চাইছে। যেখানে দু চাকার গাড়িতে বাচ্চাদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা।
advertisement
5/10
জানা গিয়েছে, মঙ্গলবারই আইনের খসড়া প্রকাশিত হয়ে গিয়েছে। তবে এবার এই আইন তৈরি হয়ে গেলে, সমস্ত রাজ্যকেই সেই নিয়ম মেনে চলতেই হবে। নতুন এই আইনে বলা হয়েছে-
advertisement
6/10
৪ বছর বয়সি পর্যন্ত শিশুদের মোটরসাইকেলে বসালে, তাঁদের জন্য হেলমেট বাধ্যতামূলক থাকছে। সাধারণ নয় বা যে কোনও হেলমেট নয়, আইএসআই মার্কযুক্ত হেলমেট থাকতে হবে শিশুর মাথায়।
advertisement
7/10
শিশুরা সঙ্গে থাকলে সর্বোচ্চ ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে মোটরসাইকেল চালাতে পারবেন চালক। এর থেকে গতি বাড়ানো চলবে না কিছুতেই।
advertisement
8/10
সাধারণ বাইক স্কুটি চালকদের ক্ষেত্রে এমনিতেই রয়েছে নানা নিয়ম ও কড়া আইন। এবার নির্দিষ্টভাবে বাইকে শিশুদের আরোহন নিয়ে কিছু কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। যা আগামীদিনে কঠোর শাস্তিযোগ্য আইন হিসেবে বলবৎ হতে চলেছে দেশে।
advertisement
9/10
চলন্ত বাইকে চালকের সঙ্গে শিশু আরোহীকের বেঁধে রাখার জন্য অর্থাৎ শিশুর নিরাপত্তার জন্য ‘সেফটি হারনেস’ ব্যবহারও বাধ্যতামূলক। তবে এই ‘সেফটি হারনেস’ যাতে সহজেই ছোট বড় করা যায় এবং তা যেন টেকসই ও হালকা হয়। মাল্টিফিলামেন্ট নাইলন দিয়ে তৈরি হলে ভালো হয়।
advertisement
10/10
আর কোন চালক যদি শিশু সঙ্গে থাকা সত্ত্বেও, এই সকল নিয়মাবলী না মেনে চলেন তাহলে আইন ভঙ্গকারীদের এক হাজার টাকা জরিমানা এবং সেইসঙ্গে তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Strict Rules For Bike With Kids: বাইকে শিশুদের তুলছেন? এবার মানতে হবে এই কড়া নিয়মগুলি, নাহলেই কঠোর শাস্তি!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল