IRCTC Ticket Scam: ট্রেনের টিকিট রিফান্ড-এর নামে বড়সড় জালিয়াতি! যাত্রীদের সাবধান করল রেল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IRCTC Ticket Scam: সন্দেহজনক লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ। সতর্ক করল রেল।
advertisement
1/6

ট্রেনের টিকিট কাটতে গিয়ে বা রিফান্ড পেতে সর্বস্ব খোয়াচ্ছেন অনেকে। সতর্ক করল IRCTC. বড়সড় জালিয়াতি চক্র কাজ করছে এই স্ক্যাম-এর পিছনে!
advertisement
2/6
কোনওরকম সন্দেহজনক কল বা লিঙ্কে ক্লিক করার ব্যাপারে সতর্ক থাকতে বলছে রেল। যাত্রীদের এই ব্যাপারে আরও বেশি সতর্ক থাকতে হবে।
advertisement
3/6
অনলাইন টিকিটিং সার্ভিস এখন বেশ জনপ্রিয়। তাছাড়া অনেকেই UPI ব্যবহার করে টিকিট কাটেন। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতি।
advertisement
4/6
জাল চক্র প্রথমে আইআরসিটিসি-র নাম করে ফোন করছে যাত্রীদের। তার পর ইউপিআই ও ব্যাঙ্ক ডিটেলস জেনে নিচ্ছে। একটু অসতর্ক হলেই সর্বস্ব খোয়াতে পারেন।
advertisement
5/6
অনেক সময় যাত্রীদের মোবাইলে লিঙ্ক পাঠাচ্ছে সে জাল চক্র। সেই লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ।
advertisement
6/6
সম্প্রতি এক ব্যক্তি জাল চক্রের ফাঁদে পা দিয়ে মোটা টাকা খুইয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানান। তার পরই রেলের তরফে তাঁকে রিপ্লাই করা হয়। রেল জানিয়েছে, আইআরসিটিসি কাউকে ফোন করে ব্য়াঙ্ক ডিটেলস চায় না।