TRENDING:

Digital Security: ATM ব্যবহার করেন? সব টাকা চলে যাবে না তো? এখনই সাবধান হয়ে যান, রইল টিপস

Last Updated:
Digital Security: ডিজিটাল লেনদেন যত বেড়েছে, ততই বেড়েছে এটিএম কার্ডের গুরুত্ব। আর একই সঙ্গে পাল্লা দিয়ে নিত্যনতুন ধরনের ফাঁদ পেতেছে প্রতারকরা। এমন অবস্থায় কী ভাবে সুরক্ষিত রাখবেন আপনার এটিএম কার্ড? কী করবেন? কী করবেন না? জেনে নিন।
advertisement
1/5
ATM ব্যবহার করেন? সব টাকা চলে যাবে না তো? এখনই সাবধান হয়ে যান, রইল টিপস
ডিজিটাল লেনদেন যত বেড়েছে, ততই বেড়েছে এটিএম কার্ডের গুরুত্ব। আর একই সঙ্গে পাল্লা দিয়ে নিত্যনতুন ধরনের ফাঁদ পেতেছে প্রতারকরা। এমন অবস্থায় কী ভাবে সুরক্ষিত রাখবেন আপনার এটিএম কার্ড? কী করবেন? কী করবেন না? জেনে রাখুন।
advertisement
2/5
সাইবার বিশেষজ্ঞ অচিন্ত্য ধারা বলছেন, সবার প্রথমেই আপনার এটিএম কার্ডের ট্রানজ্যাকশন অ্যালার্ট অন করে রাখুন। অর্থাৎ আপনার এটিএম থেকে কোনও ভাবে টাকা তোলা হলেই সেই সংক্রান্ত মেসেজ যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছয়।
advertisement
3/5
তিনি বলছেন, আমাদের বিভিন্ন কাজের কারণে পাবলিক কম্পিউটার বা পাবলিক ওয়াইফাই ব্যবহার করতে হয়। সেই সময় কোনওভাবেই যেকোনও পেমেন্টের জন্য এটিএমের তথ্য দিতে না করছেন তিনি। এর ফলে এটিএমের তথ্য চুরি যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। আপনার অর্থহানির আশঙ্কাও বাড়ে।
advertisement
4/5
অচিন্ত্য বাবু জানিয়েছেন, এমন অনেকেই রয়েছেন যারা এটিএম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। তখন অচেনা অনেকের সাহায্য নিতে চান। এক্ষেত্রে প্রতারকরা আপনাকে টার্গেট করতে পারে। তাই প্রয়োজন হলে এটিএমরক্ষীর সাহায্য চান অথবা ব্যাঙ্কে যান। কিন্তু অপরিচিত কারও সাহায্য সহজে নিতে যাবেন না।
advertisement
5/5
এছাড়াও তিনি বলছেন, টাকা তোলার বা জমা করার সময় আপনাকে সুরক্ষিত এটিএম খুঁজে নিতে হবে। যাতে করে সেখানে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তারক্ষী ইত্যাদি থাকে। পাশাপাশি সেই এটিএম যেন একদম ফাঁকা জায়গায় না হয়। নয়তো যে কোনও সময় আপনার হাত থেকে টাকা ছোঁ মেরে নিয়ে যেতে পারে কেউ।
বাংলা খবর/ছবি/দেশ/
Digital Security: ATM ব্যবহার করেন? সব টাকা চলে যাবে না তো? এখনই সাবধান হয়ে যান, রইল টিপস
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল