স্নাতক পাশ করা কর্মীদের নূন্যতম ১৯,৫৭২ টাকা বেতন দিতেই হবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

• দিল্লি সরকারকে ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত ৷ ২০২০-২০২১ অর্থবর্ষের বাজেটের পরেই দিল্লি সরকারকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল কোনও সংস্থায় কর্মরত কর্মীর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই দিতে হবে বেতন ৷
advertisement
2/5
• কর্মীর শিক্ষাগত যোগাত্য নূন্যতম স্নাতক হলে তাঁকে কমপক্ষে ১৯ হাজার ৫৭২ টাকা মাসিক বেতন দিতে হবে ৷
advertisement
3/5
• প্রশিক্ষণহীন কর্মীদের জন্য এই বেতনক্রম হতে হবে ১৪,৮৪২ টাকা ৷ অল্প প্রশিক্ষিত শ্রমিকদের জন্য ১৬,৩৪১ টাকা ও প্রশিক্ষিত শ্রমিকদের জন্য ১৭,৯৯১ টাকা মাসিক বেতন দিতে বাধ্য নিয়োগকারী সংস্থা ৷
advertisement
4/5
• এই নির্দেশ শুধুমাত্র মাত্র কারিগরি কর্মীদের জন্য কার্যকর এমন নয়, এই তালিকায় রয়েছে বিভিন্ন অফিসে খাতায়-কলমে কাজ করা কর্মচারীদের নামও ৷
advertisement
5/5
• এদের মধ্যে দশম শ্রেণি উত্তীর্ণ নয় এমন কর্মচারীদের মাসিক বেতন ১৬ হাজার ৩৪১ টাকা, মাধ্যমিক পাস কিন্তু স্নাতক নয় এমন কর্মীদের জন্য মাসিক ১৭ হাজার ৯৯১ টাকা এবং স্নাতকোত্তর কর্মীদের বেতন ১৯ হাজার ৫৭২ টাকা ধার্য করার জন্য সমস্ত বেসরকারি সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷