Republic Day 2026: গাঢ় লাল, ম্যাজেন্টা এবং সবুজ...সঙ্গে সোনালি বুটি! প্রজাতন্ত্র দিবসে মোদির সাফা...কোন ঐতিহ্যের বাহক জানেন?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
PM Modi Republic Day look: আজকের অনুষ্ঠানে তাঁর বহু রঙের পাগড়ি ভারতের বৈচিত্র্যময় রঙের সংস্কৃতির বার্তা দিয়েছেন৷ প্রধানমন্ত্রী যখনই কোনও নির্দিষ্ট অঞ্চলের পাগড়ি পরেন, তখন তিনি সেই সম্প্রদায়ের ঐতিহ্যকে সমগ্র জাতির সামনে তুলে ধরেন। (সমস্ত চিত্রের কৃতিত্ব: পিটিআই)
advertisement
1/7

২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাক পরিচ্ছদ আবারও শিরোনামে। এবছর, তাঁর পরনে ছিল নীল কুর্তা এবং আকাশী-নীল নেহরু জ্যাকেট৷ তবে তাঁর পোশাকের শ্রেষ্ঠ আকর্ষণ ছিল অবশ্যই তাঁর পাগড়ি৷ এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিরোস্ত্রাণ ছিল এক রঙিন রাজস্থানী সাফা৷
advertisement
2/7
প্রতি বছর প্রধানমন্ত্রী মোদি তাঁর পাগড়ির মাধ্যমে ভারতের কোনও রাজ্যের বুননশিল্প, রীতি, ঐতিহ্যকে তুলে ধরেন৷ এবছরও তাঁর অন্যথা হয়নি৷
advertisement
3/7
এই বছর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘লুক’ ছিল ঐতিহ্য এবং আধুনিকতার এক নিখুঁত মিশ্রণ। পরনে ছিল গাঢ় নীল কুর্তা এবং সাদা চুড়িদার পায়জামা৷ তার সাথে একটি আকাশী নীল রঙের বন্ধগলা নেহরু জ্যাকেট।
advertisement
4/7
রাজস্থানী সাফা-টি ছিল গাঢ় ম্যাজেন্টা রঙের৷ তার সঙ্গে ওয়াইন রেড এবং সবুজ৷ তার উপরে সোনালি বড় বুটি মোটিফ৷ সোনালি বুটা-স্টাইলের মোটিফ রাজস্থানের মারওয়াড়-মেওয়াড় বেল্টের আনুষ্ঠানিক পাগড়ির নিদর্শন৷
advertisement
5/7
ভারতীয় সংস্কৃতিতে, পাগড়ি কেবল একটি পোশাক নয়, বরং সম্মান, আত্মসম্মান, নেতৃত্ব এবং পরিচয়ের প্রতীকও বটে। প্রধানমন্ত্রী মোদির পাগড়ি রাজস্থানের বিখ্যাত "সাফা" শিল্প এবং গুজরাটের "বান্ধনী" শৈলীর কথা মনে করিয়ে দেয়৷ যা বিশ্বের সামনে ভারতের রঙিন সংস্কৃতি তুলে ধরে।
advertisement
6/7
প্রধানমন্ত্রী মোদি প্রায়শই তাঁর পোশাকের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্য এবং সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কখনও তিনি রাজস্থানী সাফা পরেন, কখনও মরাঠি ফেটা পরেন; কখনও তাঁকে গেরুয়া পাগড়িতে দেখা যায়, আবার কখনও ঐতিহ্যবাহী হাতে বোনা উপজাতীয় টুপিও পরেছেন তিনি।
advertisement
7/7
আজকের অনুষ্ঠানে তাঁর বহু রঙের পাগড়ি ভারতের বৈচিত্র্যময় রঙের সংস্কৃতির বার্তা দিয়েছেন৷ প্রধানমন্ত্রী যখনই কোনও নির্দিষ্ট অঞ্চলের পাগড়ি পরেন, তখন তিনি সেই সম্প্রদায়ের ঐতিহ্যকে সমগ্র জাতির সামনে তুলে ধরেন। (সমস্ত চিত্রের কৃতিত্ব: পিটিআই)