Ranya Rao News: শরীরে লুকোনো ১২ কোটির সোনা! নিজে নামী অভিনেত্রী, কিন্তু গ্রেফতার রানিয়া রাওয়ের বাবা কে জানেন? শুনে চমকে উঠছে গোটা দেশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Ranya Rao News: ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ওই কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে।
advertisement
1/7

সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার হলেন প্রখ্যাত কন্নড় অভিনেত্রী। বিশেষ সূত্রে খবর পেয়ে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ওই কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে।
advertisement
2/7
তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে DRI। দুবাই থেকে আসা এমিরেটস বিমান সংস্থার একটি বিমান থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। অভিনেত্রীকে তল্লাশি চালিয়ে তাঁর গায়ে ও জামাকাপড়ের মধ্য থেকে সোনা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
advertisement
3/7
সোমবার রাতে গ্রেফতারের পর কন্নড় অভিনেত্রীকে আর্থিক অপরাধ আদালতে তোলা হয়। আদালত রানিয়া রাওকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
advertisement
4/7
জানা গিয়েছে, রানিয়া কর্নাটকের এক ডিজিপি পদমর্যাদার আইপিএস অফিসারের কন্যা। তল্লাশি চালানোর সময় তাঁর কোমরের বেল্ট ও জ্যাকেটের গোপন পকেট থেকে ১৪ কেজির সোনার বার ও ৮০০ গ্রামের সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
5/7
পুলিশের তরফে জানানো হয়েছে, রানিয়ার বাবা হলেন আইপিএস আধিকারিক রামচন্দ্র রাও। তিনি কর্নাটক পুলিশের ডিজিপি র‍্যাঙ্কের এক আধিকারিক। সেই সুবিধা নিয়েই স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে চেকিং ছাড়াই বিমানবন্দর থেকে বেরিয়ে যেতেন রানিয়া।
advertisement
6/7
তবে এবার হাতে নাতে ধরা পড়লেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগেও একাধিকবার এভাবে সোনা পাচার করে করেছেন রানিয়া। যদিও পুলিশের কাছে অভিযুক্তের দাবি, তাঁকে ব্ল্যাকমেল করে সোনাপাচার করতে বাধ্য করা হয়েছে।
advertisement
7/7
রানিয়া রাও (Ranya Rao) কন্নড় সিনেমার জনপ্রিয় মুখ। ২০১৪ সালে ‘মাণিক্য’ সিনেমাতে কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ২০১৬ সালে তামিল সিনেমা ‘ওয়াঘা’ এবং ২০১৭ সালের কন্নড় সিনেমা ‘পটাকি’-তে অভিনয় করেন। কন্নড় সিনেমা জগতে তাঁর অবদান প্রশংসনীয় হলেও, এবার তাঁর এই পাচারের ঘটনা তাঁকে বিতর্কের মধ্যে ফেলেছে।