হাতরস গণধর্ষণে অভিযুক্তদের কড়া শাস্তি দিতেই হবে, কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাতরসে ওই যুবতীর বাড়ির কাছেই চারজন মিলে তাঁকে গণধর্ষণ ও ভয়ঙ্কর অত্যাচার করে৷ ঘটনার প্রায় দু' সপ্তাহ পর মঙ্গলবার ভোরে দিল্লির সফদরজং হাসপাতালে যুবতীর মৃত্যু হয়৷
advertisement
1/5

হাতরসে দলিত যুবতীর গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি যাতে হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই এ কথা জানিয়েছেন৷
advertisement
2/5
এই ঘটনাকে অত্যন্ত গুরুতর ভাবে নেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ বৃহস্পতিবারই মহিলাদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে আনার নির্দেশ দেন তিনি৷ File Photo
advertisement
3/5
গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাতরসে ওই যুবতীর বাড়ির কাছেই চারজন মিলে তাঁকে গণধর্ষণ ও ভয়ঙ্কর অত্যাচার করে৷ ঘটনার প্রায় দু' সপ্তাহ পর মঙ্গলবার ভোরে দিল্লির সফদরজং হাসপাতালে যুবতীর মৃত্যু হয়৷ এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়৷ হাতরসের ঘটনা অনেককেই ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ মামলার কথা মনে করিয়ে দিয়েছে৷
advertisement
4/5
নির্যাতিতার মৃত্যুর পরও বিতর্ক থামেনি৷ অভিযোগ, পরিবারের আপত্তি অগ্রাহ্য করেই এ দিন ভোরে ওই যুবতীর দেহ সৎকার করে দেয় উত্তরপ্রদেশের পুলিশ৷ যদিও পুলিশ ও স্থানীয় প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে৷
advertisement
5/5
উত্তর প্রদেশের পুলিশ নির্যাতিতার পরিবারের সঙ্গে যে ব্যবহার করেছে, ট্যুইটারে তার কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ট্যুইটারে ঘটনার তীব্র নিন্দা করেছেন৷