TRENDING:

Prashant Kishore: নিজের দল গড়েছেন, তবে ভোট ম্যানেজারি ছাড়েননি! এবার কোন দলের দায়িত্বে প্রশান্ত কিশোর জানেন? বিধানসভা ভোটের আগে বিরাট খবর

Last Updated:
Prashant Kishore: তাহলে কি ভোটকুশলী হিসেবে আর দেখা যাবে না প্রশান্ত কিশোরকে? আসল ঘটনা হল, পিকে এখনও ভোটকুশলী হিসেবে কাজ করছেন। এবার কোন দলের দায়িত্বে জানেন?
advertisement
1/9
নিজের দল গড়েছেন, তবে ভোট ম্যানেজারি ছাড়েননি! এবার কোন দলের দায়িত্বে প্রশান্ত কিশোর জানেন
বিহারের বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই নিজের দল জন সুরজের ৫১ জনের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর।
advertisement
2/9
ভোটমুখী বিহারে প্রথম ৫১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি। পিকের এই নতুন দলের ৫১ জন প্রার্থীর তালিকায় রাজনীতির প্রচলিত মুখের বদলে দেখা গেল একেবারে আলাদা ছবি-- প্রার্থী হয়েছেন বিশিষ্ট গণিতজ্ঞ, অভিজ্ঞ আইনজীবী, চিকিৎসক, প্রাক্তন আমলা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারেরা।
advertisement
3/9
প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর, দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। মোট ২৪৩ আসনের ভোটে ২৪৩ আসনের সবক'টিতেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। আপাতত ৫১ জনের নাম ঘোষণা করলেন প্রাক্তন ভোটকুশলী। তবে পিকে নিজে ভোটে লড়বেন কি না, তা স্পষ্ট করেনি তাঁর দল।
advertisement
4/9
তাহলে কি ভোটকুশলী হিসেবে আর দেখা যাবে না প্রশান্ত কিশোরকে? আসল ঘটনা হল, পিকে এখনও ভোটকুশলী হিসেবে কাজ করছেন।
advertisement
5/9
আসলে, রাজ্য-রাজনীতি এবং জাতীয় রাজনীতির অলিন্দে এখন প্রশান্ত কিশোর একটা নাম। তাঁর স্ট্র‌্যাটেজি এবং পরামর্শ তাঁকে ভোটকুশলীর তকমা সেঁটে দিয়েছে গায়ে।
advertisement
6/9
সবসময় যে তিনি সফল হয়েছেন এমন নয়। তবে বেশিরভাগ সময়ই সফল হয়েছেন রাজনীতির ময়দানে।
advertisement
7/9
নতুন খবর হল, প্রশান্ত কিশোর বা পিকে এবার দায়িত্ব নিয়েছে টিভিকে দলের। আর তাই টিভিকে দলের নেতা বিজয়ের সঙ্গে দেখা করতে ওই রাজ্যে পাড়ি দেন পিকে।
advertisement
8/9
চেন্নাইয়ে পৌঁছে টিভিকে দলের নেতা বিজয়ের সঙ্গে দেখা করেন পিকে। আর একটা বড় বৈঠকও করেন বলে সূত্রের খবর।
advertisement
9/9
ওই বৈঠকে বিজয় সরাসরি পিকে'‌র পরামর্শ এবং দেখানো পথে হাঁটতে চেয়েছেন। এমনকী প্রশান্ত কিশোরকে 'স্পেশ্যাল অ্যাডভাইজার'‌ করা হয়েছে টিভিকে দলের।
বাংলা খবর/ছবি/দেশ/
Prashant Kishore: নিজের দল গড়েছেন, তবে ভোট ম্যানেজারি ছাড়েননি! এবার কোন দলের দায়িত্বে প্রশান্ত কিশোর জানেন? বিধানসভা ভোটের আগে বিরাট খবর
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল