advertisement
1/11

মুকেশ আম্বানির ছেলে আকাশের সঙ্গে চার হাত এক হল হিরে ব্যবসায়ী রাসেল মেহতা এবং মোনা মেহতার ছোট মেয়ে শ্লোকার ৷
advertisement
2/11
গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিয়ে হয়েছে আকাশ আম্বানি আর শ্বেতা মেহতার ৷ সেই বিয়ের জৌলুস ছিল দেখবার মতো ৷ আর হবে নাই বা কেন ৷ ভারতের সবচেয়ে ধনী ঘরের বিয়ে বলে কথা ৷
advertisement
3/11
হিরে ব্যবসায়ী রাসেল মেহতা এবং মোনা মেহতার ছোট মেয়ে শ্লোকা। রোজি ব্লু ডায়মন্ডস এবং ওর্রা এই দুটি ব্র্যান্ডের মালিক রাসেল মেহতা। শ্লোক ছাড়াও রাসেল এবং মোনার পরিবারে আরেক কন্যা এবং পুত্র রয়েছেন। দিয়া এবং বিরাজ দুজনের পরেই মেহতা দম্পতির সংসারে আসে শ্লোকা।
advertisement
4/11
আকাশ-শ্লোকার বিয়েতে হাজির জুহি চাওলা ৷
advertisement
5/11
স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে আকাশ আম্বানির বিয়েতে হাজির অনু মালিক ৷
advertisement
6/11
আকাশ-শ্লোকার বিয়েতে রীতিমত চাঁদের হাট ৷ হাজির গীতিকার প্রসূন যোশী ৷
advertisement
7/11
আকাশ ও শ্লোকার বিয়ের জন্য অ্যান্টিলা অর্থাৎ আম্বানি নিবাস সেজে উঠেছে অসাধারণভাবে ৷ বিয়ের থিম ‘কৃষ্ণ’৷ জাপান থেকে আনা হয়েছে বহু মূল্যবান ফুল ৷ তা দিয়েই কৃষ্ণ, ময়ূর কিংবা হাতি বানানো হয়েছে ৷
advertisement
8/11
আকাশ-শ্লোকার বিয়েতে চাঁদের হাট ৷
advertisement
9/11
বিয়েতে গোটা বিশ্বের তাবড় নেতা থেকে শুরু করে বিভিন্ন কোম্বানির সিইওরা এক ছাদের তলায় হাজির ছিলেন ৷ গুজরাতি রীতি নীতি মেনে চার হাত এক হল ৷
advertisement
10/11
স্ত্রীকে সঙ্গে নিয়ে বিয়ের পরবর্তী দিনে হাজির অনু মালিক ৷
advertisement
11/11
গতকাল অর্থাৎ শনিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আকাশ-শ্লোকা ৷