advertisement
1/6

পূর্বাভাস মতই অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফেতাই ৷ ঘূর্ণিঝড়ের দাপটে কার্যত লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ ৷ বিজওয়ারা শহরে ফেতাইয়ের দাপটে মৃত্যু হয়েছে ১ জনের ৷
advertisement
2/6
সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে গোদাবরি জেলা ৷ ফেতাইয়ের জেরে বিপর্যস্ত জনজীবন ৷ বিগত ১০০ বছরের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাতের জেরে কার্যত রেকর্ড গড়েছে তেলঙ্গানা ৷
advertisement
3/6
২৩টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই ৷ পরে এই ২৩টি ট্রেনের মধ্যে একটি ট্রেনের সময় পরিবর্তন করা হয় ৷ অন্যদিকে, অন্য একটি ট্রেনকে আংশিকভাবে বাতিল করা হয়েছে ৷ উপকূলরক্ষীবাহিনীকে ইতিমধ্যেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷
advertisement
4/6
৩০০টি গ্রামের উপর জারি হয়েছে অতি সতর্কতা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে ১০০০টি পুলিশ কর্মী ৷ বিপর্যয় মোকাবিলা দফতরকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
5/6
মাঠ থেকে সমস্ত ফসল তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চাষীদের ৷ ফেতাইয়ের জেরে যাতে চাষীরা কোনওরকম ক্ষতির সম্মুখীন না হন ৷ সেই বিষয়টিও নজরে রেখেছে প্রশাসন ৷
advertisement
6/6
বেশ কয়েকটি এলাকায় চালু করা হয়েছে কন্ট্রোল রুম ৷ Machilipatnam: 08672-252486 ৷ Guidwada: 08674-243697 ৷ Nuzvid: 08656-232717 ৷ Vijayawada: 0866-2574454 ৷