TRENDING:

ভালবাসায় নেই ওয়াঘা-আটারি, পাকিস্তানের প্রেমিকাকে বিয়ে করে ঘরে আনলেন পঞ্জাবি যুবক

Last Updated:
advertisement
1/7
ভালবাসায় নেই ওয়াঘা-আটারি, পাকিস্তানের প্রেমিকাকে বিয়ে করে ঘরে আনলেন পঞ্জাবি যুবক
• সীমান্তে উত্তরোত্তর বেড়ে চলা উত্তাপ তাঁদের এক হতে দেয়নি ৷ অথচ মন দেওয়া-নেওয়া হয়েছে অনেক আগেই ৷ কাঁটাতারের ব্যথা, ভারি বুটের শব্দ, বারুদের ধোঁয়া, রাজনৈতিক কূট-কৌশল কোনওটাই দমাতে পারেনি তাঁদের ৷
advertisement
2/7
• অবশেষে চার হাত এক হল তাঁদের ৷ সৌজন্যে সমঝোতা এক্সপ্রেস ৷ বছর তিনেক আগে এই ট্রেনে করেই ভারতে এসেছিলেন ২৭ বছরের কিরণ চেমা ৷ তখনই ভালবেসে ফেলেন এক পঞ্জাবী যুবককে ৷ সেই শুরু ৷
advertisement
3/7
• ২০১৬ সালে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে ভারতে এসেছিলেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা কিরণ ৷ লাহোর থেকে সমঝোতা এক্সপ্রেসে চড়ে এসেছিলেন পাতিয়ালায় ৷ সেখানকার সামানা শহরে ছিল বিয়ের অনুষ্ঠান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
• সেখানেই ৩৩ বছরের পলউইন্দর সিংয়ের সঙ্গে প্রথম আলাপ ৷ যাকে বলে একেবারে লভ অ্যাট ফার্স্ট সাইট ৷ কিরণ আর পলউইন্দর ঠিক করেন একেবারে ছিমছামভাবে বিয়ে করবেন তাঁরা ৷ বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল আম্বালার টেপলা গ্রামে ৷ এখানেই পলউইন্দরের বাড়ি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
• বিয়ের জোগাড় শুরু হয় এরপর থেকেই ৷ গত এক বছর ধরে সব ব্যবস্থাপনা করার পর তীরে এসে তরী ডোবে ৷ পুলওয়ামা হামলা, ভারতের এয়ারস্ট্রাইক, যুদ্ধ পরিস্থিতি... ৷ সব মিলিয়ে জটিল থেকে জটিলতর হতে থাকে সীমান্তের রাজনীতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
• বন্ধ হয়ে যায় ভারত-পাক বিমান চলাচল, সমঝোতা এক্সপ্রেস বন্ধ হয়ে যায় ৷ আশঙ্কা ছিল, কিরণ আর পলউন্দরের বিয়েটাই না ভেস্তে যায় ৷ তবে সব ভাল যার শেষ ভাল ৷ গত বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেসে চড়ে নিকটাস্তীয়দের সঙ্গে আম্বালায় পৌঁছন কিরণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
• অবশেষে চার হাত এক হয় কিরণ-পলউইন্দরের ৷ নবদম্পতির এখন একটাই কামনা, দু’দেশের এই লড়াই বন্ধ হোক ৷ তাঁদের দুই পরিবারের লোকজন যেন একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন, তাঁরা যেন খুশিতে থাকতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/দেশ/
ভালবাসায় নেই ওয়াঘা-আটারি, পাকিস্তানের প্রেমিকাকে বিয়ে করে ঘরে আনলেন পঞ্জাবি যুবক
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল