TRENDING:

Pahalgam Terror Attack:কখনও এলোপাথাড়ি গুলি, কখনও গ্রেনেড, আবার কখনও গাড়িবোমা! শুধু পহেলগাঁও নয়, গত ১৫ বছরে বারবার রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ

Last Updated:
ধ্যভূমিতে পরিণত হয়েছে ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলায় এখনও পর্যন্ত ২৫ জন পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
advertisement
1/10
এলোপাথাড়ি গুলি, থেকে গ্রেনেড! শুধু পহেলগাঁও নয়, গত ১৫ বছরে বারবার রক্তে ভেসেছে কাশ্মীর
ধ্যভূমিতে পরিণত হয়েছে ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলায় এখনও পর্যন্ত ২৬ জন পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারেই বলে মনে করা হচ্ছে। এই হামলার পরেই শিরোনামে উঠে এসেছে এক জঙ্গি গোষ্ঠীর নাম 'দ্য রেসিডেন্ট ফ্রন্ট।'
advertisement
2/10
কিন্তু, এর আগেও একাধিক বার রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। একের পর এক হামলায় কার্যত হত্যাপুরীতে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মীর। ২০০০ সাল থেকে ঠিক কতবার জঙ্গিহানায় কেঁপে উঠেছিল নৈসর্গিক এই রাজ্য? আসুন জেনে নেওয়া যাক
advertisement
3/10
২০০০ সালের ২১ মার্চঅনন্তনাগের ছত্তিসিংপোড়া গ্রামে ঢুকে পড়ে জঙ্গিরা। হামলা চালানো হয় সংখ্যালঘু শিখদের উপর। মারা যান ৩৬ জন মানুষ।
advertisement
4/10
ওই বছরের অগাস্টে নুনওয়ান বেসক্যাম্পের কাছে হামলা হয়। ঘটনায় ২৪ জন অমরনাথ তীর্থযাত্রী সহ মোট ৩২ জন মারা যান।
advertisement
5/10
২০০১ সালের ১ অক্টোবরআত্মঘাতী জঙ্গির গাড়ি বোমা বিস্ফোরণ কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর বিধানসভা চত্বর। এই ঘটনায় মারা যান মোট ৩৬ জন।
advertisement
6/10
২০০৩ সালের ২৩ মার্চপুলওয়ামা জেলার নন্দীমার্গে জঙ্গিদের হাতে নিহত হন ২৪ জন কাশ্মীরি পণ্ডিত।
advertisement
7/10
২০০৫ সালের ১৩ জুনঘটনাস্থল সেই পুলওয়ামা। সরকারি এক স্কুলের সামনে বিস্ফোরক বোঝাই ভর্তি গাড়িতে বিস্ফোরণ হয়। ১৩ জন সাধারণ মানুষ, ২ স্কুল পড়ুয়া এবং তিনজন নিরাপত্তারক্ষী মারা যান। আহত হন ১০০।
advertisement
8/10
২০০৬ সালের ২৬ মেশ্রীনগরের উপকণ্ঠে জাকুরার বাটাপোরা এলাকায় সন্ত্রাসীবাদীরা একটি পর্যটক বোঝাই বাসে গ্রেনেড ছুড়লে চার জন পর্যটক নিহত এবং ছ’জন আহত হয়েছিলেন। নিহতেরা ছিলেন গুজরাটের বাসিন্দা। ঘটনাচক্রে, সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সে বছরেরই ১১ জুলাই শ্রীনগরেরই লালচকে পর্যটক বোঝাই বাসে ফের গ্রেনেড হামলা হয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক জন। সে দিন শ্রীনগরের বিভিন্ন প্রান্তে পাঁচটি হামলায় মোট আট জনের মৃত্যু হয়েছিল।
advertisement
9/10
২০১৭ সালের ১১ জুলাইসাত জন অমরনাথ তীর্থযাত্রীকে হত্যা করা হয়। পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলিযুদ্ধও ঘটে। দক্ষিণ কাশ্মীরের বোয়েতাং অঞ্চলে ঘটে এই ঘটনা।
advertisement
10/10
২০২৫ সালের ২২ এপ্রিলকাশ্মীরের পহেলগাঁও-য়ের বৈসরনে পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৫।
বাংলা খবর/ছবি/দেশ/
Pahalgam Terror Attack:কখনও এলোপাথাড়ি গুলি, কখনও গ্রেনেড, আবার কখনও গাড়িবোমা! শুধু পহেলগাঁও নয়, গত ১৫ বছরে বারবার রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল