BJP National President: ‘আমার বস এখন নিতিন নবীন! আমি সাধারণ একজন কর্মী’, বিজেপির সর্বকনিষ্ঠ সভাপতিকে অভিনন্দন মোদির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
নিতিন প্রায় ২ দশক ধরে সুনিপুণ অভিজ্ঞতার সঙ্গে দলীয় কাজ পরিচালনা করেন বলে জানা গিয়েছে৷ বিজেপির অন্দরে তিনি দলকে প্রাধান্য দেওয়ার মানুষ হিসাবেই পরিচিত৷ বিজেপির বিহার যুব শাখায় কাজ করে তাঁর রাজনৈতিক উত্থান৷
advertisement
1/8

নয়াদিল্লি: বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে দায়িত্বগ্রহণ করলেন ৪৫ বছর বয়সি নিতিন নবীন৷ বিজেপির সাংগঠনিক ইতিহাসের নিরিখে সর্বোচ্চ পদে আসীন নিতিনই সর্বকনিষ্ঠ ব্যক্তি৷
advertisement
2/8
এদিন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘আমি একজন কার্যকর্তা এবং নিতিন নবীন এখন আমার বস৷’’
advertisement
3/8
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বগ্রহণ করার জন্য নিতিন নবীনকে আমি অভিনন্দন জানাই৷ দলের সংগঠনকে আরও মজবুত করার জন্য আমি অতীতের সব সভাপতিদেরও ধন্যবাদ জানাই৷’’
advertisement
4/8
বর্তমানে বিহারের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন নিতিন৷ গত ১৪ ডিসেম্বর, ২০২৫ বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল৷ ৪৫ বছর বয়সি নিতিন মঙ্গলবার বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার স্থলাভিষিক্ত হলেন৷
advertisement
5/8
বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে নিতিন নবীনের মনোনয়নকে সমর্থন জানিয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি৷ সমর্থন ছিল জে পি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহেরও৷
advertisement
6/8
নিতিন নবীন প্রয়াত প্রবীণ বিজেপি নেতা এবং চারবারের বিহার বিধানসভার বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার ছেলে। ২০০৬ সালে তাঁর বাবার মৃত্যুর পরে, পটনা পশ্চিম থেকে উপনির্বাচনে জয়লাভের পরে মাত্র ২৬ বছর বয়সে তিনি রাজনীতিতে আসেন৷’’
advertisement
7/8
বর্তমানে নিতিন নবীন বিহারের নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারের সড়ক নির্মাণ এবং নগরোন্নয়ন দফতরের মন্ত্রিপদে রয়েছেন৷ কিন্তু, বিজেপির এক পদ এক ব্যক্তি নীতিকে মান্যতা দিয়ে বিহারের মন্ত্রিপদ থেকে তিনি ইস্তফা দেবেন বলে জানা গিয়েছে৷
advertisement
8/8
নিতিন প্রায় ২ দশক ধরে সুনিপুণ অভিজ্ঞতার সঙ্গে দলীয় কাজ পরিচালনা করেন বলে জানা গিয়েছে৷ বিজেপির অন্দরে তিনি দলকে প্রাধান্য দেওয়ার মানুষ হিসাবেই পরিচিত৷ বিজেপির বিহার যুব শাখায় কাজ করে তাঁর রাজনৈতিক উত্থান৷ শুধু বিহার নয়, এর আগে ছত্তিশগড়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নির্বাচনী দায়িত্ব পালন করেছিলেন নিতিন৷ কংগ্রেস সরকারকে উচ্ছেদ করে ক্ষমতায় এনেছিলেন বিজেপিকে৷ পশ্চিমবঙ্গ, অসম, তেলিঙ্গানার নির্বাচন যখন সামনে, তখন সাংগঠনিক পদে নিতিন নবীনকে দায়িত্ব দেওয়া বিজেপির উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷