TRENDING:

তোমায় ভুলিনি, ভুলবও না নির্ভয়া!ফাঁসির সাক্ষী থাকতে ভোরবেলায় তিহারের সামনে ভিড়

Last Updated:
advertisement
1/6
তোমায় ভুলিনি, ভুলবও না নির্ভয়া!ফাঁসির সাক্ষী থাকতে ভোরেই তিহারের সামনে ভিড়
▪সকাল সাড়ে পাঁচটা৷ নানা টালবাহানার পর অবশেষে ফাঁসির সাজা মিলল নির্ভয়ার ৪ ধর্ষকের৷ ৭ বছর পর মিলল ন্যায়৷ ভোরবেলায়ই ফাঁসির সাক্ষী থাকতে তিহার জেলের সামনে ভিড় করেন অনেকে৷
advertisement
2/6
▪ দেশের মানুষের কাছে এই খবর সরাসরি সম্প্রচার করতে যেমন উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা, তেমনই নজরে আসল সাধারণ মানুষের ভিড়৷
advertisement
3/6
▪ যারা উপস্থিত ছিলেন, তারা এই বার্তাই দিতে গিয়েছিলেন যে তোমার পাশে ছিলাম, আছি আর থাকব নির্ভয়া৷
advertisement
4/6
▪ নির্ভয়ার সঙ্গে মর্মান্তিক ঘটনার পর থেকেই দেশেবাসী দাঁড়িয়েছে তার মায়ের পাশে, এই লড়াইয়ে সামিল হতে৷ তাই যতদিন না ফাঁসির সাজা মিলছে, ততদিনই তারা লড়াই চালিয়ে গিয়েছে৷ যা শুক্রবার ২০ মার্চ শেষ হল৷
advertisement
5/6
▪ নির্ভয়া এমন এক নাম, এমন এক ইতিহাস, যা শুধুমাত্র এক মেয়ের ধর্ষণের কথা বলে না, বলে যে এমন ঘটনার বিরুদ্ধে কীভাবে একত্রিত হয়ে প্রতিবাদ করে দেশ৷ নির্ভয়া যেন দেখিয়ে গিয়েছে যে এ দেশের লড়াই ও প্রতিবাদের ক্ষমতা৷
advertisement
6/6
▪অবশেষে শান্তি৷ যে লড়াই শুরু হয়েছিল ৭ বছর আগে, তারই শেষ দেখল দেশ৷ ৪ ধর্ষকের ফাঁসির মধ্যে দিয়ে শুধুমাত্র নির্ভয়ার মা ও বাবাই শান্তি পেলেন না, শান্তি পেল সেই সব মানুষ যারা দিনেক পর দিন লড়াই করেছেন, প্রতিবাদে সামিল হয়েছিলেন৷
বাংলা খবর/ছবি/দেশ/
তোমায় ভুলিনি, ভুলবও না নির্ভয়া!ফাঁসির সাক্ষী থাকতে ভোরবেলায় তিহারের সামনে ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল