IAF New Spy Planes: F-35 বা সুখোই নয়, এবার এই যুদ্ধবিমানের জন্য ঝাঁপাল ভারত! ১ লক্ষ কোটির চুক্তি, কাঁপবে চিন-পাকিস্তান
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
IAF New Spy Planes: দীর্ঘদিন ধরেই ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে পারে বলে আলোচনা চলছে। কিন্তু তার আগেই এক লক্ষ কোটি টাকা দিয়ে ভয়ঙ্কর কিছু যুদ্ধাস্ত্র।
advertisement
1/5

দীর্ঘদিন ধরেই ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে পারে বলে আলোচনা চলছে। কিন্তু তার আগেই এক লক্ষ কোটি টাকা দিয়ে ভয়ঙ্কর কিছু যুদ্ধাস্ত্র।
advertisement
2/5
ভারতের Defence Acquisition Council তিনটি প্রধান সামরিক ক্রয় এবং সাতটি অন্যান্য চুক্তি অনুমোদন করেছে, সবগুলি ভারতে ডিজাইন, ডেভেলপ এবং তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে পরবর্তী প্রজন্মের spy planes, mine-sweeping vessels, এবং mobile missile defence systems। representative Image
advertisement
3/5
সবচেয়ে উল্লেখযোগ্য অনুমোদনের মধ্যে রয়েছে ১২টি দেশীয় Mine Countermeasure Vessels (MCMVs) এর ক্রয়, যার আনুমানিক খরচ ৪৪,০০০ কোটি টাকা। এই ৯০০-১,০০০ টনের বিশেষ যুদ্ধজাহাজগুলি জলের নিচে মাইন নিস্ক্রিয় করতে কার্যকরী, যুদ্ধের সময় বন্দর বা জলপথ অবরোধ করা প্রতিহত করতেও কাজে লাগবে।
advertisement
4/5
সরকার Quick Reaction Surface-to-Air Missiles (QRSAM) কিনতে চলেছে, যার দাম ৩৬,০০০ কোটি টাকা। Defence Research and Development Organisation (DRDO) সাহায্য তৈরি, এই মোবাইল মিশাইলগুলি শত্রুপক্ষের বিমান, হেলিকপ্টার এবং ড্রোন ধ্বংস করতে পারে, ৩০ কিমি ব্যাসার্ধের মধ্যে যে কোনও শক্তিকে প্রতিহত করতে পারে (QRSAM)।
advertisement
5/5
সেই সঙ্গে ভারত কিনতে চলেছে তিনটি ISTAR (Intelligence, Surveillance, Target Acquisition and Reconnaissance) aircraft। ১০,০০০ কোটি টাকার খরচে, এই যুদ্ধবিমানগুলি শত্রু অঞ্চলে নজরদারি করার ক্ষমতা বৃদ্ধি করবে।