advertisement
1/11

দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। প্রচারে চড়কিপাক প্রধানমন্ত্রীর। কাল মনোনয়ন জমা করবেন নরেন্দ্র মোদি। তার আগে আজ বারাণসীতে মেগা রোড শো। (Image: Reuters)
advertisement
2/11
হিন্দু বিশ্ববিদ্যালয়ের বাইরে ভারতরত্ন প্রয়াত পণ্ডিত মদন মালব্যের মূর্তিতে মাল্যদান প্রধানমন্ত্রীর (Image: Reuters)
advertisement
3/11
বারাণসী মোদীর রোড শোতে জনতার ঢল! (Image: Reuters)
advertisement
4/11
নরেন্দ্র মোদি প্রায় ২৪ ঘণ্টার জন্য বারাণসীতে থাকবেন, আর দুই দিন ধরে চলবে ওনার অনুষ্ঠান। (Image: Reuters)
advertisement
5/11
রোড শো লঙ্কা, আসসি ঘাট, সোনারপুরা, মদনপুরা, গোদৌলিয়া হয়ে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত যাবে। (Image: Reuters)
advertisement
6/11
দুপুরে ভারত রত্ন মদনমোহন মালবিয়ার মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু করেন তিনি। (Image: Reuters)
advertisement
7/11
সন্ধ্যে সাতটা নাগাদ দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি। রাত আটটায় ‘সম্মিলন” অনুষ্ঠানের মাধ্যমে বারানসিতে তিন হাজার অতিথিকে সম্বোধিত করবেন তিনি। (Image: Reuters)
advertisement
8/11
কাল ভৈরবী মন্দিরে পুজো দেবেন মোদি (Image: Reuters)
advertisement
9/11
বিশাল জনসমাগমের মধ্য দিয়ে বারাণসীতে রোড শো করসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Image: Reuters)
advertisement
10/11
তাঁকে ঘিরে ছিলেন কয়েক হাজার মানুষ। আগামীকাল তিনি মনোনয়ন জমা দেবেন (Image: Reuters)
advertisement
11/11
বিহারের দ্বারভাঙায় সভা করার পর বৃহস্পতিবার দুপুরে বারাণসী পৌঁছে সুবিশাল শোভাযাত্রায় অংশ নেন তিনি।