বিশ্বের দীর্ঘতম জলযাত্রায় বারাণসী থেকে ঢাকা হয়ে ডিব্রুগড়! কলকাতা ছুঁয়ে ২ দেশের ২৭ নদী পাড়ি! দেখুন বিলাসতরীর অন্দরমহল
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
MV Ganga Vilas: ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে এই যাত্রাপর্ব ‘এমভি গঙ্গা বিলাস’-এর উদ্বোধনপর্ব
advertisement
1/6

ভারতীয় পর্যটনে নতুন পালক৷ আগামী ১৩ জানুয়ারি, শুক্রবার বিশ্বের দীর্ঘতম জলপথে বিলাসযাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে এই যাত্রাপর্ব ‘এমভি গঙ্গা বিলাস’-এর উদ্বোধনপর্ব৷
advertisement
2/6
বারাণসী থেকে যাত্রা শুরু করবে এম ভি গঙ্গা বিলাসের জলযান৷ তার পর ৫১ দিন ধরে ৩২০০ কিমি পাড়ি দিয়ে বাংলাদেশ হয়ে পৌঁছবে অসমের ডিব্রুগড়ে৷ দুই দেশের ২৭ টি নদী পার হবে এই বিলাসতরী৷ প্রধানমন্ত্রীর কথায়, এই যাত্রার মাধ্যমে দেশের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে একাত্ম হওয়া যায়৷
advertisement
3/6
এই বিলাসতরীতে তিনটি ডেক, ১৮ টি স্যুইট আছে সব বিলাসের উপকরণ-সহ৷ প্রত্যেক বারে ৩৬ জন যাত্রী এই তরীর অতিথি হতে পারবেন৷ প্রথম বার যাত্রায় শামিল হচ্ছেন ৩২ জন সুইস পর্যটক৷
advertisement
4/6
হেরিটেজ সাইট, জাতীয় উদ্যান, বিশেষ বিশেষ ঘাট, প্রধান প্রধান শহর-সহ বিভিন্ন জায়গা দেখানো হবে এই যাত্রায়৷ বিহারের পটনা, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের ঢাকা, অসমের গুয়াহাটি-সহ ৫০ টি পর্যটনকেন্দ্র দেখানো হবে এই সফরে৷
advertisement
5/6
পাশাপাশি এই সফরনামায় উল্লেখ্য বারাণসীতে টেন্ট সিটি৷ বারাণসীর বিভিন্ন ঘাটে অক্টোবর থেকে জুন পর্যন্ত এই তাঁবুগুলিতে থাকতে পারবেন পর্যটকরা৷ জুন থেকে তিনমাস এই পরিষেবা বন্ধ রাখা হবে৷ কারণ সে সময় গঙ্গায় জলের পরিমাণ বেড়ে যায় অনেকটাই৷
advertisement
6/6
এমভি গঙ্গা বিলাস-এর যাত্রা পর্যটনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে৷