নিজের সম্পদ বলতে নেই কিছুই, রোজ বৃন্দাবনের পথে নতুন নতুন গাড়ি চড়ে কীভাবে ঘোরেন প্রেমানন্দ মহারাজ?
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Saint Premanand Maharaj: সন্ত প্রেমানন্দ মহারাজের জীবনকাহিনিও সেই রকমই। অনেকেরই মনে পড়ে যেতে পারে একদা বৃন্দাবনে তাঁর আশ্রমে আগত দুই ব্যক্তির কথা। তাঁরা বলেন যে সন্ত প্রেমানন্দ মহারাজ তাঁদের সঙ্গে স্কুলে পড়তেন। মহারাজ তাঁদের চিনতেও পারেন, একটু হেসে বলেন, সন্ন্যাসীর পূর্বাশ্রমের কথা মনে রাখতে নেই।
advertisement
1/6

Report: Nirmal Kumar Rajput: সাধুর সম্পদ কী, এই প্রশ্ন তুললে সবার মনেই একটাই কথা আসবে- ধর্ম! এটা সত্যি যে ধর্ম গৃহীরও সম্পদ হওয়া উচিত, কার্যত তা খুব কম হতে দেখা যায়। প্রত্যক্ষভাবে সন্ন্যাসী বিচরণ করে থাকেন আধ্যাত্মিক মার্গে, সেই জন্য তাঁর সম্পদ বলতে ধর্মকেই প্রাধান্য দেওয়া হয় সমাজে। এছাড়া সন্ন্যাসীর আর কিছু থাকার কথাও নয়। কেন না, তিনি তো বাহ্যিক সম্পদের আকর্ষণ ত্যাগ করেই এসেছেন আধ্যাত্মিক মার্গে।
advertisement
2/6
সন্ত প্রেমানন্দ মহারাজের জীবনকাহিনিও সেই রকমই। অনেকেরই মনে পড়ে যেতে পারে একদা বৃন্দাবনে তাঁর আশ্রমে আগত দুই ব্যক্তির কথা। তাঁরা বলেন যে সন্ত প্রেমানন্দ মহারাজ তাঁদের সঙ্গে স্কুলে পড়তেন। মহারাজ তাঁদের চিনতেও পারেন, একটু হেসে বলেন, সন্ন্যাসীর পূর্বাশ্রমের কথা মনে রাখতে নেই। ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন ওঠে, যাঁর পূর্বাশ্রম, সম্পদ কোনও কিছুর উপরেই মোহ নেই, সব যিনি ত্যাগ করে এসেছেন, সেই সন্ত প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনের পথে রোজ নতুন নতুন গাড়ি চড়ে কীভাবে ঘুরে বেড়ান!
advertisement
3/6
বৃন্দাবনের রাধা কেলিকুঞ্জের পরিচালক সন্ত প্রেমানন্দ মহারাজ এক অনন্য খ্যাতি অর্জন করেছেন, তা স্বীকার করতে সবাই বাধ্য। প্রতিদিন হাজার হাজার ভক্ত মহারাজের দর্শন লাভের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। সবাইকে দর্শন দেওয়া তাঁর পক্ষে সম্ভব হয় না। তবে, সন্ত প্রেমানন্দ মহারাজ প্রতিদিন বিভিন্ন বিলাসবহুল গাড়িতে করে পথে বের হন, সেই সময়ে লোকে তাঁকে এক ঝলক দেখতে পায়। সেই বিলাসবহুল গাড়িগুলোর নাম জানলে অনেকেই অবাক হয়ে যাবেন। সন্ত প্রেমানন্দ মহারাজকে প্রায়ই বৃন্দাবনের রাস্তায় ল্যান্ড রোভার ডিফেন্ডার, পোর্শে কেয়েন, টয়োটা ফরচুনার লেজেন্ডার, অডি কিউ৩ এবং স্কোডা কোডিয়াকের মতো গাড়িতে চড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। বাসভবন থেকে রাধা কেলি আশ্রমের এই যাত্রাপথে হাজার হাজার ভক্ত তাঁর দর্শন লাভ করেন।
advertisement
4/6
অনেকের মনেই প্রশ্ন জাগবে যে, সন্ত প্রেমানন্দ মহারাজ যখন কারও কাছ থেকে টাকা নেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য সম্পদ তাঁর নেই, তখন তিনি এত দামি গাড়ি কোথা থেকে পান! এর মধ্যে অবশ্য কোনও রহস্য নেই, সন্ত প্রেমানন্দ মহারাজের যাতায়াতের জন্য এই গাড়িগুলো ধনী ভক্তরা ব্যবহার করতে দেন। একেক দিন একেক ভক্তের একেক গাড়ি মহারাজকে তাঁর বাসভবন থেকে বৃন্দাবনের বরাহ ঘাটে অবস্থিত শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয়।
advertisement
5/6
এমনিতে সন্ত প্রেমানন্দ মহারাজের দৈনন্দিন রুটিন খুবই সাদাসিধে! রাধা নাম দিয়ে তাঁর দিন শুরু হয়। দৈনন্দিন কাজকর্ম শেষ করার পর সন্ত প্রেমানন্দ মহারাজ কেবল অর্ধেক রুটি এবং সবজি খান, ৩ ঘন্টা বিশ্রাম নেন, ঘুমান। আসলে, প্রেমানন্দ মহারাজের দুটি কিডনিই নষ্ট!
advertisement
6/6
সম্প্রতি বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা সন্ত প্রেমানন্দ মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেছেন। আরএসএস প্রধান মোহন ভাগবতও মহারাজের সঙ্গে দেখা করতে তাঁর আশ্রমে এসেছেন। অনেক বিখ্যাত ব্যক্তি এবং বিশিষ্ট সাধু-সন্তরাও প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করেছেন।