Organ theft allegation: হাসপাতালে রোগীর অঙ্গ প্রত্যঙ্গ চুরির অভিযোগ! ওড়িশায় কবর খুঁড়ে তোলা হল দেহ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Organ theft: কবর খুঁড়ে বার করা হল এক ৪৪ বছরের ব্যক্তির দেহ। ঘটনাটি ঘটেছে ওড়িশার কালাহান্ডিতে। নিহতের পরিবার পুলিশে অঙ্গ প্রত্যঙ্গ চুরির অভিযোগ করেছিন।
advertisement
1/5

কবর খুঁড়ে বার করা হল এক ৪৪ বছরের ব্যক্তির দেহ। ঘটনাটি ঘটেছে ওড়িশার কালাহান্ডিতে। নিহতের পরিবার পুলিশে অঙ্গ প্রত্যঙ্গ চুরির অভিযোগ করেছিন। তারপরেই পুলিশের তরফ থেকে ময়নাতদন্তের জন্য কবর খুঁড়ে মৃতদেহটি বার করা হয়। প্রতীকী ছবি।
advertisement
2/5
জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বাবুলা দিগাল। বউ এবং ছেলেকে নিয়ে বাইকে করে রামপুর যাওয়ার সময়ে লোহার রড বোঝাই একটি লরির ধাক্কায় ১৩ই অক্টোবর আহত হন তিনি। প্রতীকী ছবি।
advertisement
3/5
গুরুতর আহত অবস্থায় ব্যক্তিকে কটকের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপরে পুলিশকে না জানিয়ে কোনও রকম ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয় হাসপাতালের তরফে। প্রতীকী ছবি।
advertisement
4/5
পুলিশ জানিয়েছে, মৃতের পরিবার পরে মৃতদেহটি স্থানীয় একটি কবরস্থানে কবর দেয় ১৭ অক্টোবর। পুলিশ অভিযোগ পাওয়ার পরে মৃতদেহটি কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়। প্রতীকী ছবি।
advertisement
5/5
পুলিশ হাসপাতালে এসে তল্লাশি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে হাসপাতালের তরফে অঙ্গ প্রত্যঙ্গ চুরির অভিযোগ অস্বীকার করা হয়েছে। ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রতীকী ছবি।