TRENDING:

Khan Sir Hospital: সেকী ! খান স্যারের নির্মীয়মাণ হাসপাতালে ভাঙাভাঙি, রাতারাতি কেন সরিয়ে ফেলতে হল দামি দামি নতুন টাইলস? কারণ প্রকাশ্যে আসতেই তাজ্জব সকলে

Last Updated:
Khan Sir Hospital News: কারণ তিনি সম্প্রতি পা রেখেছেন মেডিক্যাল বা চিকিৎসা ক্ষেত্রে। আসলে একটি বড় হাসপাতাল তৈরি করছেন খান স্যার। তিনি এ-ও দাবি করেছেন যে, সরকারি হাসপাতালের তুলনায় এই হাসপাতালে রোগীদের চিকিৎসা সস্তায় হবে।
advertisement
1/6
সেকী ! খান স্যারের নির্মীয়মাণ হাসপাতালে ভাঙাভাঙি, রাতারাতি কেন সরিয়ে ফেলতে হল দামি টাইলস?
Report-Sachidanand Sachidanand: আবারও সংবাদের শিরোনামে উঠে এসেছেন পড়শি রাজ্যের পটনার বিখ্যাত শিক্ষক খান স্যার। কারণ তিনি সম্প্রতি পা রেখেছেন মেডিক্যাল বা চিকিৎসা ক্ষেত্রে। আসলে একটি বড় হাসপাতাল তৈরি করছেন খান স্যার। তিনি এ-ও দাবি করেছেন যে, সরকারি হাসপাতালের তুলনায় এই হাসপাতালে রোগীদের চিকিৎসা সস্তায় হবে। খান স্যার আরও ঘোষণা করেছেন যে, রোগীদের ব্লাড ব্যাঙ্ক, ডায়ালিসিস সেন্টার থেকে শুরু করে ক্যানসার হাসপাতাল পর্যন্ত সুবিধাও প্রদান করবেন তিনি। আর এই বিষয়টাকে সাকার করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
advertisement
2/6
সেকী ! খান স্যারের নির্মীয়মাণ হাসপাতালে ভাঙাভাঙি, রাতারাতি কেন সরিয়ে ফেলতে হল দামি টাইলস?
দিন কয়েক আগেই কয়েক ডজন ডায়ালিসিস মেশিনের সঙ্গে একটি ভিডিও শেয়ারও করেছেন। বর্তমানে হাসপাতাল নির্মাণের কাজ জোরকদমে চলছে। এই সময়ে এমন এক ঘটনা ঘটেছে, যা বিস্মিত করেছে স্বয়ং খান স্যারকেই। তিনি আসলে হাসপাতালের মেঝেতে অত্যন্ত দামি এবং ঝকঝকে টাইলস বসিয়েছেন। কিন্তু পরে অবশ্য একপ্রকার বাধ্য হয়েই মেঝের সব টাইলস ভেঙে তা সরিয়ে ফেলতে হয়েছে। আর এর কারণ প্রকাশ্যে আসতেই খান স্যারও তাজ্জব বনে গিয়েছেন। কিন্তু টাইলস কেন ভাঙতে হল?
advertisement
3/6
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও-য় খান স্যারকে বলতে শোনা গিয়েছে যে, হাসপাতালের অপারেশন থিয়েটারের মেঝেতে মার্বেলের মতো দামি এবং ঝকঝকে টাইলস ইনস্টল করেছেন। কিন্তু আধিকারিকরা পরিদর্শনে আসতেই টাইলস দেখে তাঁদের চক্ষু রীতিমতো চড়কগাছ হয়েছিল। সঙ্গে সঙ্গে ওই মার্বেল টাইলস সরিয়ে ফেলার নির্দেশ জারি করেন। এরপরেই দামি দামি টাইলসগুলি ভেঙে ফেলতে হয় এবং গোটা অপারেশন থিয়েটার থেকে তা সরিয়ে ফেলতে হয়। খান স্যারের বক্তব্য, তিনি যখন এই বিষয়ে জানতে পারেন, তখন প্রথমে পুরোপুরি ভাবে অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে অবশ্য এর কারণ জানতে পারেন তিনি। সেটা জানার পর অবশ্য আরও বিস্মিত হন তিনি।
advertisement
4/6
আসলে অপারেশন থিয়েটারে টাইলস বসানো যায় না। কারণ টাইলস জুড়ে জুড়ে মেঝেতে বসানো হয়। টাইলস জুড়ে জুড়ে মেঝে করার ফলে দুটি টাইলসের মাঝে সংযোগস্থলের মতো ফাঁকা জায়গা থাকে। আর সেখানেই জন্মায় ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস।
advertisement
5/6
খান স্যারের বক্তব্য: খান স্যার বলেন যে, “আমার ভাল লাগে বলেই মেঝেতে মার্বেল বসিয়েছিলাম। কিন্তু তা ভেঙে আমাকে সরিয়ে ফেলতে হয়েছে। এরপরে ওটি ম্যাট বসাতে হয়েছে। এটা আসলে একটি স্পেশ্যাল বা বিশেষ ম্যাট। যার মধ্যে কোনও জয়েন্ট বা সংযোগস্থল থাকে না। গোটা অপারেশন থিয়েটারেই একই ম্যাট ইনস্টল করা হয়েছে। কারণ এগুলি ওটি-র জন্যই বিশেষ ভাবে ডিজাইন করা হয়ে থাকে। আর তা দেখতে একেবারে মার্বেলের মতোই হয়।”
advertisement
6/6
খান স্যারের হাসপাতালে রোগীরা হবেন অতিথি: খান স্যার আরও জানান যে, তাঁর হাসপাতাল অথবা ডায়ালিসিস সেন্টারে আসা রোগীদের রোগী বলে ডাকা হবে না। কারণ তাঁর চোখে রোগীরা হবেন অতিথি। খান স্যারের কথায়, “আসলে একজন অসুস্থ মানুষকে প্রচুর যন্ত্রণা এবং ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়। আর সেখানে যদি তাঁকে রোগী বা পেশেন্ট বলে ডাকা হয়, তাহলে তাঁর আত্মবিশ্বাস আরও কমে যায়। সেই কারণে আমার সেন্টারে আসা প্রত্যেককেই অতিথি হিসেবে গণ্য করা হবে।”
বাংলা খবর/ছবি/দেশ/
Khan Sir Hospital: সেকী ! খান স্যারের নির্মীয়মাণ হাসপাতালে ভাঙাভাঙি, রাতারাতি কেন সরিয়ে ফেলতে হল দামি দামি নতুন টাইলস? কারণ প্রকাশ্যে আসতেই তাজ্জব সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল