TRENDING:

Pahalgam Terror Attack: ‘মিনি সুইৎজারল্যান্ড’ থেকে মৃত্যু উপত্যকা! জানেন ঠিক কোথায় এই বৈসরন ভ্যালি..কেন এখানেই হয়েছে জঙ্গি হামলা?

Last Updated:
এই উপত্যকা পহেলগাঁওয়ের অন্যতম পছন্দের ট্যুরিস্ট ডেস্টিনেশন৷ পাইন বনে ঘেরা সবুজ উপত্যকা৷ চারপাশে বরফের চাদর গায়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে পাহাড়৷ স্থানীয়দের কাছে তাই এই বৈসরন ভ্যালির নাম ‘মিনি সুইৎজারল্যান্ড’৷
advertisement
1/8
মিনি সুইৎজারল্যান্ড! জানেন ঠিক কোথায় এই বৈসরন ভ্যালি..কেন এখানেই হয়েছে হামলা?
পথ দুর্গম৷ একমাত্র ঘোড়ার পিঠে অথবা পায়ে হেঁটেই পৌঁছনো সম্ভব৷ পাইন, দেবদারুর জঙ্গলের ভিতর কোথাও কোথাও পথ এতটাই সরু যে একমাত্র ঘোড়ার খুরই শুধুমাত্র ফেলতে পারে সেখানে৷ ভয়ঙ্কর চড়াই উতরাই পেরিয়ে যখন পৌঁছবেন বিশাল বিশাল পাইনের ফাঁক দিয়ে হঠাৎ দেখতে পাবেন সবুজ ঘাসের গালিচা পাতা বিরাট ভ্যালি৷
advertisement
2/8
ভ্যালির চারদিকে ঘেরা পাইনের জঙ্গল৷ ব্যাকড্রপে বরফের পাহাড়৷ আক্ষরিক অর্থেই ছবির মতো সুন্দর৷ আক্ষরিক অর্থেই ভূস্বর্গ৷ চুলের ফাঁকে ফুরফুর করে হিমেল হাওয়া৷ গালিচায় গা এলিয়ে শুয়ে পড়লে মনে হয় জীবন থেকে সব দুঃখকষ্ট যেন মিলিয়ে যায়৷
advertisement
3/8
এমন স্বপ্নের মতো জায়গা বৈসরন ভ্যালিতে ভয়াবহ জঙ্গি হামলা চালাল জঙ্গিরা৷ গুলিতে ঝাঁঝরা করে দিল ২৬ টা প্রাণ৷ প্রাণ হারালেন ২৩ জন নিরপরাধ পর্যটক৷ যাঁরা পরিবারের সঙ্গে কিছু ভাল সময় কাটাতে গিয়েছিলেন৷ কোথায় এই বৈসরন ভ্যালি? কেন এই জায়গাটাকেই জঙ্গি হামলার জন্য বেছে নিয়েছিল জঙ্গিরা? আছে একাধিক তত্ত্ব৷
advertisement
4/8
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও৷ ঝলমলে উচ্ছ্বল লিডার নদীর পাশে দুই পাহাড়ের মাঝের উপত্যকায় গড়ে ওঠা চোখ জুড়ানো একটা জনপদ৷ এই পহেলগাম থেকেই পায়ে হেঁটে অর্থাৎ, ট্রেকিং করে অথবা ঘোড়ায় চড়ে পৌঁছতে হয় বৈসরন উপত্যকায়৷ যেখানে হামলা চালিয়েছে জঙ্গিরা৷
advertisement
5/8
এই উপত্যকা পহেলগাঁওয়ের অন্যতম পছন্দের ট্যুরিস্ট ডেস্টিনেশন৷ পাইন বনে ঘেরা সবুজ উপত্যকা৷ চারপাশে বরফের চাদর গায়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে পাহাড়৷ স্থানীয়দের কাছে তাই এই বৈসরন ভ্যালির নাম ‘মিনি সুইৎজারল্যান্ড’৷
advertisement
6/8
বৈসরন থেকেই খানিকটা ট্রেক করে এগিয়ে গেলে পৌঁছনো যায় নয়বনাভিরাম তুলিয়ান লেকে৷ সেখআন থেকে পহেলগাঁও জনপদ আর তার বুক চিরে চলে যাওয়া লিডার নদীর প্যানেরমিক ভিউ পাওয়ার যায়৷
advertisement
7/8
কিন্তু, দুর্গম হওয়ায় অনেক পর্যটকই বৈসরন ভ্যালিতে যেতে চান না৷ আবার অনেকে অ্যাডভেঞ্চারের লোভে অথবা ‘মিনি সুইৎজারল্যান্ড’ দেখার তাগিদে ছুটে যান সেখানে৷ বৈসরন উপত্যকায় পৌঁছনো দুর্গম বলেই প্রাথমিক ভাবে এই জায়গাকে বেছে নিয়েছিল জঙ্গিরা৷ তাছাড়, মূল পহেলগাঁও জনপদ থেকে দূরে এবং এই অঞ্চলে তেমন সেনা প্রহরার নজিরও কম৷ জানা গিয়েছে, হামলা চালানোর আগে প্রায় ১ সপ্তাহ এলাকার রেকি করেছিল জঙ্গিরা৷
advertisement
8/8
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ বৈসরনের চারপাশ ঘিরে থাকা ঘন পাইনের জঙ্গল থেকে বেরিয়ে আসে ৮-১০ জন বন্দুকধারী জঙ্গি৷ ভ্যালিতে তখন প্রায় ৪০ জন পর্যটক উপস্থিত৷ প্রথমেই সেই পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করতে শুরু করে তারা৷ তারপর শুরু হয় ঘিরে ধরে এক এক জনকে প্রশ্ন এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি৷
বাংলা খবর/ছবি/দেশ/
Pahalgam Terror Attack: ‘মিনি সুইৎজারল্যান্ড’ থেকে মৃত্যু উপত্যকা! জানেন ঠিক কোথায় এই বৈসরন ভ্যালি..কেন এখানেই হয়েছে জঙ্গি হামলা?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল