Kamakhya Visit In Vande Bharat: কলকাতা থেকে কামাখ্যা জাস্ট ১৩ ঘণ্টায়! বিন্দাস বন্দে ভারত স্লিপার, জেনে নিন টাইমিং
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Debalina Datta
Last Updated:
Kamakhya Visit In Vande Bharat: মাত্র ১৩ ঘণ্টায় হাওড়া-কামাখ্যার মধ্যে চলাচল করবে বন্দেভারত স্লিপার ট্রেন সেট
advertisement
1/6

কলকাতা: রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। কামাখ্যা পৌঁছোবে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে। আর কামাখ্যা থেকে এই এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। সেই ট্রেন হাওড়া পৌঁছোবে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে। অর্থাৎ, ১৪ ঘণ্টাতেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁছোতে পারবেন যাত্রীরা।
advertisement
2/6
কামাখ্যা থেকে হাওড়া আসার বন্দেভারত স্লিপার বুধবার যাত্রী পরিষেবা বন্ধ থাকবে। আর হাওড়া থেকে কামাখ্যা যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার যাত্রী পরিষেবা দেবে না।
advertisement
3/6
হাওড়া এবং কামাখ্যার মধ্যে ১৩টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। হাওড়া থেকে ছাড়ার পর বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস প্রথম দাঁড়াবে ব্যান্ডেলে। তার পরে নবদ্বীপ ধাম, কাটোয়া, আজ়িমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ টাউন, আলুয়াবাড়ি রোড হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছোবে। তার পরে সেখান থেকে ছেড়ে জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া হয়ে কামাখ্যা পৌঁছোবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। সেই একই রুটে কামাখ্যা থেকে ট্রেনটি হাওড়া আসবে।
advertisement
4/6
ট্রেনে ১১টি এসি থ্রি টিয়ার, চারটি এসি টু টায়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কামরা থাকবে। ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন।
advertisement
5/6
সাধারণত হাওড়া বা শিয়ালদহ থেকে গুয়াহাটিগামী ট্রেনের যাতায়াত করতে সময় লাগে ১৬ থেকে ১৮ ঘন্টা। এই বন্দেভারত স্লিপার পৌঁছে যাবে মাত্র ১৩ ঘন্টায়। এই ট্রেন সেট প্রায় ১৬০ কিমি গতিতে ছুটতে পারে। কিন্তু যে লাইন ধরে ছুটবে সেই অনুযায়ী মাত্র ১৩০ কিমি প্রতি ঘন্টায় এটিকে চালানো হবে।
advertisement
6/6
এই ট্রেন সেট যাত্রাপথে যাত্রীদের জন্য জল ভরবে নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন ও আজিমগঞ্জ স্টেশনে। কামাখ্যা থেকে হাওড়া আসার বন্দেভারত স্লিপার ট্রেনের নাম্বার হয়েছে ২২৫৭৬ ও হাওড়া থেকে কামাখ্যা যাওয়ার বন্দেভারত স্লিপারের নাম্বার হয়েছে ২২৫৭৬। উদ্বোধনের দিনক্ষণ রেল মন্ত্রক চূড়ান্ত করে না জানালেও সূত্রের খবর আগামী ১৭ তারিখ মালদা টাউন স্টেশন থেকে এর উদ্বোধন হতে পারে।