বিয়ের মাস ঘুরতেই সামনে এল ইশা অম্বানির বিয়ের কিছু দুর্দান্ত ছবি
Last Updated:
advertisement
1/5

রিলায়েন্স ইন্ডাসট্রিজের চেয়ারম্যান মুকেস অম্বানি ও নীতা অম্বানির মেয়ে ইশার বিয়ে হয়েছিল ১২ ডিসেম্বর ৷ পিরামল গ্রুপ অফ ইন্ডাসট্রিজের সিইও আনন্দ পিরামলের সঙ্গে সাত পাকের বাঁধনে বাধা পড়েছেন ৷ ২০১৮ -র বড় বিয়েগুলির মধ্যে অন্যতম এই ছিল এই বিয়ে ৷ শুধু দেশ নয় বিদেশ থেকেও এসেছিলেন অতিথি ৷
advertisement
2/5
ইশা অম্বানির বিয়ের সাজ নজর কেড়েছিল সকলেরই ৷
advertisement
3/5
ইশার বিয়ের লেহঙ্গা ছিল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ৷
advertisement
4/5
isha-pic
advertisement
5/5
এর সঙ্গে ইশার গয়নাযও ছিল নজর কাড়া৷ সোনায় মুড়ে সোনালির লেহেঙ্গার সঙ্গে বিয়ের স্পেশাল সাজে নিজেকে সাজিয়েছিলেন তিনি ৷