TRENDING:

পোস্ট অফিসের বিশেষ স্কিম, প্রতিদিন ৫৫ টাকা দিয়ে পেয়ে যান ১০ লক্ষ টাকার বিমা

Last Updated:
advertisement
1/5
পোস্ট অফিসের বিশেষ স্কিম, প্রতিদিন ৫৫ টাকা দিয়ে পেয়ে যান ১০ লক্ষ টাকার বিমা
জীবন বিমা অত্যন্ত জরুরি ৷ কারণ এর জেরে আপনার ও আপনার পরিবারের ভবিষ্যত অনেকটাই নিশ্চিত ও সুরক্ষিত হয়ে যায় ৷ পোস্ট অফিস ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি জীবন বিমার পরিষেবাও দিয়ে থাকে গ্রাহকদের ৷ ব্রিটিশ রাজের সময় ১ ফেব্রুয়ারি ১৮৮৪ সালে Postal Life Insurance অথার্ৎ PLI পেশ করা হয়েছিল ৷ এটাই ভারতের সবচেয়ে পুরনো জীবন বিমা স্কিম মনে করা হয় ৷ এই স্কিমে আপনি প্রায় ১০ লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা করাতে পারবেন ৷ জেনে নিন বিস্তারিত...
advertisement
2/5
Convertible Whole Life Insurance (সুবিধা): Postal Life Insurance এর এই প্ল্যানটি সুবিধা নামেও পরিচিত ৷ এই স্কিম Endowment Assurance এর মতো ৷ পাঁচ বছর এই স্কিম Endowment Assurance এ চেঞ্জ করা যেতে পারে ৷ তবে এই পরিবর্তন করার সময় বিমাকর্তার বয়স ৫৫ বছরের বয়স হলে চলবে না ৷ যদি ছ’বছর পর্যন্ত কোনও পরিবর্তন না করা হয় তাহলে পলিসি Whole Life Assurance মনে করা হবে ৷ এই স্কিমে লোন নেওয়ার সুবিধা রয়েছে এবং তিন বছর পলিসি সারেন্ডার করতে পারবেন পলিসিহোল্ডার ৷ পাঁচ বছরের আগে লোন নিলে বা পলিসি সারেন্ডার করলে বিমাকর্তা কোনও বোনাস পাবেন না ৷
advertisement
3/5
Anticipated Endowment Assurance (সুমঙ্গল) এই প্ল্যানটি সুমঙ্গল নামেও পরিচিত ৷ এই পলিসিতে ৫ লক্ষ টাকার বেশি বিমান করা যেতে পারে ৷ এবং এটি একটি মানি ব্যাক পলিসি ৷ যাদের সময় সময় রিটার্নের দরকার তাদের জন্য এই পলিসিটি অত্যন্ত লাভজনক ৷ এই প্ল্যানে বিমাকর্তা Survival Benefits পাবেন ৷
advertisement
4/5
Postal Life Insurance এর এই দুটি প্ল্যানের সময়সীমা ১৫ ও ২০ বছর ৷ ১৫ বছরের বিমায় ৬ বছর পর বিমাকর্তা বিমার টাকার ২০ শতাংশ, ৯ বছরে ২০ শতাংশ, ১২ বছর পর ২০ শতাংশ ও ১৫ বছর পর ৪০ শতাংশ ও বোনাস দেওয়া হবে ৷
advertisement
5/5
২০ বছরের পলিসিতে ৮ বছর পর ২০ শতাংশ, ১২ বছর পর ২০ শতাংশ, ১৬ বছর পর ২০ শতাংশ, ১৬ বছর পর ২০ শতাংশ, ২০ বছর পর ৪০ শতাংশ ও বোনাস দেওয়া হবে ৷
বাংলা খবর/ছবি/দেশ/
পোস্ট অফিসের বিশেষ স্কিম, প্রতিদিন ৫৫ টাকা দিয়ে পেয়ে যান ১০ লক্ষ টাকার বিমা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল