Indias Largest Platform: দেশেই রয়েছে বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম, খড়গপুর নয় কিন্তু! নাম জানলে চমকে যাবেন
- Published by:Suman Biswas
Last Updated:
Indias Largest Platform: খড়গপুরের চেয়েও লম্বা প্ল্যাটফর্ম তৈরি হয় উত্তরপ্রদেশে। সে রাজ্যের গোরক্ষপুর স্টেশনের প্ল্যাটফর্ম খড়গপুরের চেয়েও লম্বা প্ল্যাটফর্ম হিসাবে বিশ্বের ১ নম্বর স্থান দখল করে।
advertisement
1/5

ভারতের রেল যোগাযোগ গোটা বিশ্বের সমাদৃত। দেশজুড়ে জালের মত ছড়িয়ে থাকা রেল যোগাযোগ ভারতের কোটি কোটি মানুষকে পরিষেবা দিয়ে চলেছে। আর সেই সূত্রেই একটা সময় পর্যন্ত পশ্চিমবঙ্গের খড়গপুর স্টেশন ছিল বিশ্বের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম। ১ হাজার ৭২ মিটার লম্বা এই স্টেশনের প্ল্যাটফর্ম বহুদিন বিশ্বের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম হয়ে থেকে গিয়েছিল।
advertisement
2/5
কিন্তু পরে তা পাল্টে যায়। খড়গপুরের চেয়েও লম্বা প্ল্যাটফর্ম তৈরি হয় উত্তরপ্রদেশে। সে রাজ্যের গোরক্ষপুর স্টেশনের প্ল্যাটফর্ম খড়গপুরের চেয়েও লম্বা প্ল্যাটফর্ম হিসাবে বিশ্বের ১ নম্বর স্থান দখল করে। যা ১ হাজার ৩৬৬ মিটার লম্বা। সেই গোরক্ষপুর স্টেশনের প্ল্যাটফর্মকেও পিছনে ফেলে দিল ভারতেরই আর একটি স্টেশন।
advertisement
3/5
কর্ণাটকের হুবলি জংশন এখন বিশ্বের সবচেয়ে লম্বা রেলস্টেশনের প্ল্যাটফর্মের তকমা পেয়েছে। হুবলি স্টেশনের প্ল্যাটফর্ম লম্বায় ১ হাজার ৫০৫ মিটার। ফলে দেশের তো বটেই, গোটা বিশ্বেই এই স্টেশনের প্ল্যাটফর্ম এখন দীর্ঘতম।
advertisement
4/5
বিশ্বের সবচেয়ে লম্বা রেলস্টেশনের প্ল্যাটফর্ম এখন হুবলি স্টেশনে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতেরই গোরক্ষপুর স্টেশন। এমনকি তৃতীয় স্থানেও রয়েছে ভারতের স্টেশনই। কেরালার কোল্লাম জংশনের প্ল্যাটফর্ম ১ হাজার ১৮০.৫ মিটার দৈর্ঘ্য নিয়ে বিশ্বের তৃতীয় দীর্ঘতম প্ল্যাটফর্ম হিসাবে জায়গা করে নিয়েছে।
advertisement
5/5
খড়গপুর এখন চতুর্থ দীর্ঘতম রেলস্টেশনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিশ্বের সব দেশেই রেল যোগাযোগ এক অন্যতম যোগাযোগ মাধ্যম হয়ে আছে। তবে ভারতে রেলের রুটের সংখ্যা অনেক বেশি। আর গোটা বিশ্বে সেই কারণে ভারতীয় রেল গর্বের একটা নাম।