Indian Railways Ticket Transfer Rules: টিকিট কনফার্ম হলে এবার অন্য কেউ করতে পারবে সফর! নিয়মে বড় বদল রেলের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Indian Railways Ticket Transfer Rules: আপনার নামে টিকিট। কিন্তু আপনি সফর করতে পারছেন না। টিকিট আর ক্যান্সেল করতে হবে না। ট্রান্সফার করতে পারবেন অন্যের নামে।
advertisement
1/5

যাত্রীদের সুখবর দিল ভারতীয় রেল (Indian Railway)। এবার থেকে টিকিট কনফার্ম হলে এবার থেকে অন্য কেউও সফর করতে পারবে।
advertisement
2/5
এবার থেকে আপনি নিজের কনফার্ম টিকিট অন্য় কাউকে ট্রান্সফার করতে পারবেন। তবে কয়েকটি নিয়ম মানতে হবে আপনাকে।
advertisement
3/5
আগে আপনার নামে টিকিট কাটা হলে অন্য কেউ সফর করতে পারত না। অর্থাত্ আপনি যেতে না পারলে টিকিট ক্যান্সেল করতে হত। এবার এই নিয়মে বড় বদল আনল রেল।
advertisement
4/5
আপনি চাইলে আপনার নামের টিকিট পরিবারের কাউকে ট্রান্সফার করতে পারবেন। তবে তার আগে আপনাকে স্টেশন ম্য়ানেজারের কাছে একটি আবেদনপত্র জমা দিতে হবে।
advertisement
5/5
যাত্রী নিজের নামের টিকিট মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ছেলে বা মেয়েকে ট্রান্সফার করতে পারবে। তবে কোনও বন্ধু বা দূর সম্পর্কের আত্মীয়কে ট্রান্সফার করতে পারবেন না। ভারতীয় রেল জানিয়েছে, এবার ট্রান্সফারের কাজ অনলাইনেও করা যাবে।