Indian Railways : যাত্রীদের জন্য সুখবর, দোলে জন্য থাকবে ৪ জোড়া স্পেশাল ট্রেন! রাজ্যও হবে উপকৃত, দেখে নিন ট্রেনগুলির সময়সূচি
- Published by:Sayani Rana
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways : দোলে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আরও চার জোড়া হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দুটি স্পেশাল ট্রেন কাটিহার থেকে চণ্ডীগড় এবং উদয়পুর উভয় দিক থেকে ও একটি আগরতলা থেকে গোরক্ষপুর উভয় দিক থেকে এবং অন্য আরও একটি একমুখী স্পেশাল ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত চালানো হবে।
advertisement
1/9

দোলে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আরও চার জোড়া হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দুটি স্পেশাল ট্রেন কাটিহার থেকে চণ্ডীগড় এবং উদয়পুর উভয় দিক থেকে ও একটি আগরতলা থেকে গোরক্ষপুর উভয় দিক থেকে এবং অন্য আরও একটি একমুখী স্পেশাল ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত চালানো হবে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
2/9
ট্রেন নম্বর ০৪৫৩৮ (চণ্ডীগড়-কাটিহার) ২৩ মার্চ সন্ধ্যা ৭টা বেজে ১৫ মনিটে চণ্ডীগড় থেকে রওনা দিয়ে পরের দিন রাত ১১টা বেজে ৪৫ মিনিটে কাটিহার পৌঁছবে। একইভাবে ০৪৫৩৭ নম্বর ট্রেনটি (কাটিহার-চণ্ডীগড়) ২৫ মার্চ বিকেল ৪টে তে কাটিহার থেকে রওনা দিয়ে পরের দিন সকাল ৯টা বেজে ৪০ মিনিটে চণ্ডীগড় পৌঁছবে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
3/9
ট্রেন নম্বর ০৯৬২৩ (উদয়পুর সিটি-কাটিহার) ২৬ মার্চ মঙ্গলবার বিকেল ৪টে বেজে ৫ মিনিটে উদয়পুর সিটি থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার রাত ২টো বেজে ৪৫ মিনিটে কাটিহার পৌঁছবে। অন্যদিকে ট্রেন নম্বর ০৯৬২৪ (কাটিহার-উদয়পুর সিটি) ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টে তে কাটিহার থেকে রওনা দিয়ে শনিবার ভোর ৪টে ১৫ মিনিটে উদয়পুর সিটি পৌঁছবে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
4/9
ট্রেন নম্বর ০৫৬৯৮ (আগরতলা-গোরখপুর) ২৪ মার্চ, ২০২৪ ৬টা বেজে ২০ মিনিটে আগরতলা থেকে রওনা দিয়ে পরের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে গোরক্ষপুর পৌঁছবে। ট্রেন নম্বর ০৫৬৯৭ (গোরখপুর-আগরতলা) ২৫ মার্চ সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে গোরক্ষপুর থেকে রওনা দিয়ে বুধবার সন্ধ্যায় ৬ টা বেজে ৪০ মিনিটে আগরতলায় পৌঁছবে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
5/9
ট্রেন নম্বর ০২০৪২ (নিউ জলপাইগুড়ি-হাওড়া) ২৪ মার্চ সকাল ৫টা ৩০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একই দিনে দুপুর ১টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
6/9
এছাড়াও, রেল যাত্রীদের সুবিধা প্রদানের লক্ষ্যে সাঁইথিয়া স্টেশনে ট্রেন নং. ১২৩৪৫ ও ১২৩৪৬ (হাওড়া-গুয়াহাটি-হাওড়া) সরাইঘাট এক্সপ্রেসের ২ মিনিটের অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে। পাশাপাশি, স্টেশনে ট্রেন নম্বর ১৫৯০৩ ও ১৫৯০৪ (ডিব্রুগড়-চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেসের জন্যও তিন মিনিটের অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
7/9
ট্রেন নম্বর ১২৩৪৬ (গুয়াহাটি-হাওড়া) সরাইঘাট এক্সপ্রেস সাঁইথিয়া স্টেশনে রাত ২টো বেজে ১২ মিনিটে পৌঁছবে এবং রাত ২টো বেজে ১৪ মিনিটে ছাড়বে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
8/9
এছাড়া ট্রেন নং. ১৫৯০৩ (ডিব্রুগড়-চণ্ডীগড়) এক্সপ্রেস বাস্তি স্টেশনে রাত ৯টা বেজে ১৩ মিনিটে পৌঁছবে এবং রাত ৯টা ১৬ মিনিটে ছাড়বে। ট্রেন নম্বর ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস বাস্তি স্টেশনে বিকেল ৩টে ১৭ মিনিটে পৌঁছবে এবং বিকেল ৩টা বেজে ২০ মিনিটে ছাড়বে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
9/9
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়াতেও দেখা যাবে। (ছবি- প্রতীকী ছবি)