TRENDING:

Indian Railways: ৬৪ বন্দে ভারত...! ৭০ অন্য ট্রেন...! দেখুন ভারতীয় রেলের নতুন টাইম টেবিল

Last Updated:
Indian Railways: রেল মন্ত্রক থেকে প্রকাশ করা হল ভারতীয় রেলের নতুন সময়সূচি। ট্রেনগুলির টাইম টেবিল প্রকাশ করেছে রেল৷ নতুন সময়সূচির তালিকায় ৬৪টি বন্দে ভারত ট্রেনের সঙ্গে রয়েছে ৭০টি অন্যান্য ট্রেন৷
advertisement
1/11
৬৪ বন্দে ভারত...! ৭০ অন্য ট্রেন...! দেখুন ভারতীয় রেলের নতুন টাইম টেবিল
রেল মন্ত্রক থেকে প্রকাশ করা হল ভারতীয় রেলের নতুন সময়সূচি। ট্রেনগুলির টাইম টেবিল প্রকাশ করেছে রেল৷ নতুন সময়সূচির তালিকায় ৬৪টি বন্দে ভারত ট্রেনের সঙ্গে রয়েছে ৭০টি অন্যান্য ট্রেন৷
advertisement
2/11
রেল মন্ত্রক 'ট্রেন অ্যাট আ গ্ল্যান্স (TAG)' নামে তাদের নতুন সর্বভারতীয় রেলওয়ে সময়সূচি জারি করে জানিয়েছে নতুন সময়সূচিটি বিভিন্ন শহরের মধ্যে সংযোগ আরও সহজ করতে এবং যাত্রার সময় কমানোর জন্যই মূলত পরিকল্পনা করা হয়েছে। যাত্রীদের নতুন সময়সূচী অনুসারে বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement
3/11
রেলের তরফে প্রকাশ করা হয়েছে 'ট্রেন অ্যাট অ্যা গ্লান্স'। ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে নয়া টাইম টেবিল। সেই সময়সূচিতেই স্থান পেয়েছে ৬৪টি বন্দে ভারত। তাছাড়া আরও ৭০টি ট্রেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সময়সূচিতে।
advertisement
4/11
১ অক্টোবর থেকে বদলে গেল রেলের সময়সূচি। প্রকাশিত হয়েছে 'ট্রেন অ্যাট অ্যা গ্লান্স'। একাধিক দূরপাল্লার ট্রেনের সময় বদলে গিয়েছে। সেই সময়সূচিতেই স্থান পেয়েছে ৬৪টি বন্দে ভারত।
advertisement
5/11
তাছাড়া আরও ৭০টি ট্রেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সময়সূচিতে। সময়সূচিতে বন্দে ভারত এবং আরও ট্রেন অন্তর্ভুক্ত হওয়ায় রেল যাত্রীরা লাভবা হবে বলে আশা রেলের।
advertisement
6/11
রেলের তরফে জানানো হয়েছে, অক্টোবর থেকে ১২টি ট্রেনের পরিষেবা বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ৯০টি নতুন স্টেশনে ট্রেনের পরিষেবা প্রসারিত করা হয়েছে। এদিকে গতি বাড়িয়ে ২২টি ট্রেনকে নতুন করে 'সুপারফাস্ট' করা হয়েছে। তবে নতুন টাইম টেবিলে যাত্রী ট্রেনের সময় এবং স্লিপ কোচ পরিষেবাগুলির সময় অন্তর্ভুক্ত করা হয়নি।
advertisement
7/11
এদিকে গত শুক্রবারই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী নয়া সমসূচি প্রকাশ করেছিলেন আনুষ্ঠানিক ভাবে। আর রবিবার থেকে সেই নয়া সময়সূচি কার্যকর হয়। বিভিন্ন শাখায় তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হওয়ায় এই বদল বলে জানিয়েছে রেল। এতে যাত্রীরা আরও দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন।
advertisement
8/11
এদিকে গত শুক্রবারই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী নয়া সমসূচি প্রকাশ করেছিলেন আনুষ্ঠানিক ভাবে। আর রবিবার থেকে সেই নয়া সময়সূচি কার্যকর হয়। বিভিন্ন শাখায় তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হওয়ায় এই বদল বলে জানিয়েছে রেল। এতে যাত্রীরা আরও দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন।
advertisement
9/11
জানা গিয়েছে, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কলকাতা, লালগোলা, হাজারদুয়ারি, কাঞ্চনজঙ্ঘা, উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদলেছে আজ থেকে। এই সব ট্রেনের যাত্রার সময় কমেছে।
advertisement
10/11
এদিকে ১ অক্টোবর থেকে একটি শিয়ালদহ-বজবজ লোকাল ফের চালু করা হয়েছে। দুপুর ২টো ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ৩৪১৬৮ শিয়ালদহ-বজবজ লোকাল। আগে ওই ট্রেন ছিল। কিন্তু পরবর্তীতে ট্রেনটি তুলে নেওয়া হয়েছিল। একই ভাবে নতুন করে চালু হয়েছে ৩৪১৬৭ বজবজ-শিয়ালদহ লোকাল। দুপুর ৩ টে ৩৩ মিনিটে বজবজ থেকে ট্রেনটি ছাড়বে।
advertisement
11/11
৩৪৬৫১ বারুইপুর-শিয়ালদহ লোকালও রবিবার থেকে ফের চালু করা হচ্ছে। দুপুর ২ টো ৪৪ মিনিটে বারুইপুর থেকে ট্রেনটি ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল। এই ট্রেনটিও আগে চলত তবে মাঝে বন্ধ করা হয়েছিল। এদিকে ১ অক্টোবর থেকে চালু হয়েছে ৩৪৬৫২ শিয়ালদহ-বারুইপুর লোকাল ট্রেনটিও। দুপুর ১ টা ৪৭ মিনিটে শিয়ালদহ থেকে সেই ট্রেন ছাড়বে।
বাংলা খবর/ছবি/দেশ/
Indian Railways: ৬৪ বন্দে ভারত...! ৭০ অন্য ট্রেন...! দেখুন ভারতীয় রেলের নতুন টাইম টেবিল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল