AC কোচে বসেছিলেন GRP কনস্টেবল..., 'টিটি' এসে জিজ্ঞাসা করলেন, 'টিকিট কোথায়?' উত্তর আসতেই ছুটল ঘাম!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: ট্রেনের নানা ঘটনা আজকাল প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যা কখনও বেশ মজাদার হলেও কখনও খুবই ভয়ঙ্কর। শিউরে ওঠা কিছু কিছু ঘটনা মুহূর্তে কাঁপিয়ে দেয় বুক।
advertisement
1/17

ট্রেনের নানা ঘটনা আজকাল প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যা কখনও বেশ মজাদার হলেও কখনও খুবই ভয়ঙ্কর। শিউরে ওঠা কিছু কিছু ঘটনা মুহূর্তে কাঁপিয়ে দেয় বুক।
advertisement
2/17
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী ট্রেনে টিকিট পরীক্ষকদের দায়িত্ব থাকে বিনা টিকিটের যাত্রীদের নিয়ন্ত্রণ করা। টিটিই ও টিটি উভয়েই ট্রেনের কামরা ও স্টেশনে এই দায়িত্বে বহাল থাকেন। AI Generated Representative Image
advertisement
3/17
প্রত্যেক যাত্রীর টিকিট পরীক্ষা করে দেখা ও বিনা টিকিটে কোনও যাত্রী থাকলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া বা জরিমানা করা তাঁদের দায়িত্বের মধ্যে পরে। AI Generated Representative Image
advertisement
4/17
সম্প্রতি এক টিকিট পরীক্ষকের সঙ্গে যা ঘটল, তা কিন্তু আঁতকে ওঠার মতোই। ঝাঁসি থেকে কাটনিগামী হিরাকুণ্ড এক্সপ্রেসের এসি কোচে টিকিট পরীক্ষা করছিলেন সেই টিটিই। AI Generated Representative Image
advertisement
5/17
সেই সময় টিকিট ছাড়াই ললিতপুর জিআরপিতে নিযুক্ত একজন কনস্টেবল যাত্রা করছিলেন ট্রেনের এসি কোচে। টিটিই কিছু না বুঝেই ওই জিআরপি কনস্টেবলের কাছে ট্রেনের টিকিট চেয়ে বসেন। তারপরেই যা ঘটে, তা এক কোথায় মারাত্মক। AI Generated Representative Image
advertisement
6/17
সেই সময় টিকিট ছাড়াই ললিতপুর জিআরপিতে নিযুক্ত একজন কনস্টেবল যাত্রা করছিলেন ট্রেনের এসি কোচে। টিটিই কিছু না বুঝেই ওই জিআরপি কনস্টেবলের কাছে ট্রেনের টিকিট চেয়ে বসেন। তারপরেই যা ঘটে, তা এক কোথায় মারাত্মক। AI Generated Representative Image
advertisement
7/17
জিআরপি কনস্টেবলের কাছে টিকিট চাওয়ার জন্যেই বিরাট মাশুল দিতে হয় ওই টিকিট পরীক্ষককে। ট্রেনটি ললিতপুরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ওই কনস্টেবল তার সহকর্মীদের সহায়তায় টিটিইকে না জানিয়েই আচমকা তাঁকে ট্রেন থেকে নামিয়ে দেন এরপরেই শুরু হয় বেধড়ক মার। AI Generated Representative Image
advertisement
8/17
সম্প্রতি হিরাকুণ্ড এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। টিটিই দীনেশের মোবাইলে ওই জিআরপি কনস্টেবলের মারধরের ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
advertisement
9/17
ঘটনার খবর পেয়ে জব্বলপুরের টিটিই কর্মীরা বিষয়টিতে চরম প্রতিবাদ জানান। শুধু তাই নয়, গত মঙ্গলবার ডিআরএম-এর কাছে এই বিষয়ে অভিযোগ করেন তাঁরা।
advertisement
10/17
প্রসঙ্গত, এই পুরো ঘটনায় অভিযুক্ত সিআরপি ললিতপুর থানায় নিযুক্ত ওই কনস্টেবলের বিরুদ্ধে ঝাঁসি থেকে ললিতপুরে এক মহিলার সঙ্গে জেনারেল কোচের টিকিট নিয়ে ভ্রমণের অভিযোগও রয়েছে।
advertisement
11/17
চেকিং স্টাফ দীনেশ কুমার যখন এসি কোচে টিকিট ছাড়া যাত্রা করা ওই কনস্টেবলকে টিকিট দেখাতে বলেন, তখন কনস্টেবল টিটির সঙ্গে তুমুল তর্ক-বিতর্ক শুরু করে দেয়। টিটিই দীনেশ কুমার সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ক্যামেরায় কনস্টেবলের কীর্তি রেকর্ড করতে শুরু করেন।
advertisement
12/17
এতে ওই জিআরপি কনস্টেবল আরও রেগে গিয়ে তাঁর মোবাইলে আঘাত করেন। কনস্টেবল দীনেশ কুমারকে ললিতপুরে তাঁকে দেখে নেওয়ার হুমকিও দেন। AI Generated Representative Image
advertisement
13/17
ললিতপুর স্টেশনে ট্রেন থামার সঙ্গে সঙ্গেই হীরাকুণ্ড এক্সপ্রেসের B1 কোচে বসে থাকা ওই জিআরপি কনস্টেবল তার সহকর্মীদের ঘটনাস্থলে ডেকে পাঠান। এরপরেই B4 কোচে সেই সময় চেকিং করা টিটিইকে জোর করে কোচ থেকে টেনে নামিয়ে জিআরপি জওয়ানরা মারধর করে তুলে নিয়ে যায়। AI Generated Representative Image
advertisement
14/17
কোনও তথ্য ছাড়াই ট্রেনের একমাত্র চেকিং কর্মীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর, টিটিই ছাড়াই ট্রেনটি জব্বলপুরের উদ্দেশ্যে রওনা দেয়। জিআরপি কনস্টেবলদের এই দুঃসাহসী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার পর, পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। AI Generated Representative Image
advertisement
15/17
টিকিট চেকিং স্টাফ অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি সঞ্জয় সিং বলেন, 'দিনেশ কুমার টিকিট চেকিং কর্মীদের একজন সদস্য। তিনি ঝাঁসি থেকে জব্বলপুরগামী হিরাকুণ্ড এক্সপ্রেসে কর্মরত। ওই দিন ডিউটির সময় ললিতপুরের জিআরপি কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
advertisement
16/17
টিটিই-র অপরাধ তিনি কেবল তাঁর কাছে টিকিট চেয়েছিলেন। আর তাতেই জিআরপি কনস্টেবলরা দল বেঁধে তাঁকে থানায় নিয়ে গিয়ে মারধর করে। টিটিই ছাড়াই ট্রেনটি জব্বলপুরে পৌঁছয়। আমরা তাঁকে মারধরকারী জিআরপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আমরা ডিআরএম ঝাঁসির কাছে অভিযোগের আবেদন জমা দিয়েছি।' AI Generated Representative Image
advertisement
17/17
রেলের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার সিং বলেন, 'এমন একটি ঘটনা সম্প্রতি নজরে এসেছে। জিআরপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।' AI Generated Representative Image