advertisement
1/6

ডিজিটাল ভারত গড়ার স্বপ্ন দেখছে সরকার ৷ সেই বার্তা আগেই পৌঁছেছে সবার কাছে ৷ এবার সেই পথেই হাঁটতে চলেছে পাসপোর্ট পরিষেবা ৷ নাগরিকত্বের অন্যতম পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য পাসপোর্ট এবার থেকে হবে ডিজিটাল ৷ তাতে থাকবে চিপ ৷ Photo Collected
advertisement
2/6
ঠিক যেমন থাকে আপনার এটিএম কার্ডে ! জানা গিয়েছে 64 KB-র চিপ যুক্ত হবে পাসপোর্টে এবং এরমধ্যেই থাকবে আপনার জাবতীয় পরিচয় সংক্রান্ত নথি ৷ Photo Collected
advertisement
3/6
প্রথমে পরীক্ষামূলকভাবে দেশের উচ্চপদস্থ সরকারি আধিকারিক বা আমলাদের জন্য তৈরি হবে এই ই-পাসপোর্ট ৷ সফলভাবে কাজ করলে তা সর্বসাধারণের জন্যও লাঘু হতে থাকবে ৷ স্বয়ং প্রধানমন্ত্রী জানিয়েছেন এই কথা ৷ অনেক উন্নতশীল দেশ যেমন জার্মানি, পোল্যান্ড, সুইডেনে রয়েছে ই-পাসপোর্ট ৷ Photo Collected
advertisement
4/6
কীভাবে কাজ করবে এই বিশেষ প্রযুক্তির পাসপোর্ট ? আপনার ই-পাসপোর্টে থাকবে ডিজিটাল সিগনেচার ৷ যেই চিপটি যুক্ত করা হবে তাতে সমস্ত নথি রাখা থাকবে ৷ পাসপোর্টের পিছনের পাতায় লাগানো থাকবে চিপটি ৷ তার সঙ্গে থাকবে একটি ছোট্ট অ্যান্টেনা ৷ Photo Collected
advertisement
5/6
জানানো হচ্ছে যে পাসপোর্ট পরিষেবা পুরোপুরি ডিজিটাল হলে সুরক্ষিত থাকবে সব নথি ৷ শুধু তাই নয়, এই ই-পাসপোর্ট কাজ করবে খুব দ্রুত ৷ যার ফলে আপনাকে দীর্ঘক্ষণ অবিভাসনের লাইনেও দাঁড়াতে হবে না ৷ Photo Collected
advertisement
6/6
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই পাসপোর্ট ৷ IIT-কানপুর ও ন্যাশনল ইনফরমেটিক্স সেন্টারের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ই-পাসপোর্ট ৷ Photo Collected