India-Pakistan: ফের কোমর ভাঙল পাকিস্তানের,‘আমেরিকা ভারতের পাশে’,পহেলগাওঁ কাণ্ডের পর আবারও স্পষ্ট করল ট্রাম্পের বিদেশ দফতর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পহেলগাঁও হামলার নিন্দা করেছেন বিদেশ দফতরের মুখপাত্র। সেই সূত্রেই তিনি বলেন, ‘‘আমেরিকা ভারতের পাশে আছে।’’ একই কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও
advertisement
1/8

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার জঙ্গিদের গুলিতে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক,নৃশংস হত্যাকাণ্ডের পর ফের একবার আমেরিকা স্পষ্ট করে দিল 'ভারতের পাশে আছি'! পহেলগাওঁয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর দুই দেশকেই দায়িত্বশীল ভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে বলে মত আমেরিকার।
advertisement
2/8
সংবাদ সংস্থা রয়টার্সকে আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র জানিয়েছেন, ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের দিকে নজর রাখছে ওয়াশিংটন। এর পরেই তিনি জানান, সন্ত্রাসবাদ রুখতে ভারতের পাশে সর্বোতভাবে আছে আমেরিকা।
advertisement
3/8
আমেরিকা জানিয়েছে, ২২ এপ্রিলের হামলার পর উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে তারা উভয় দেশের সরকারের সঙ্গে একাধিক স্তরে যোগাযোগ করেছে। ওই নৃশংস হামলায় ২৬ জন নিহত হয়। হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক অভিযান ঘোষণা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসীদের এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
advertisement
4/8
ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে সংবাদ সংস্থা রয়টার্স-কে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র বলেছেন, ‘‘এটা একটা ক্রমবর্ধমান পরিস্থিতি। কী কী ঘটছে, আমরা নজর রেখেছি। দায়িত্বশীল সমাধান খুঁজে নেওয়ার জন্য আমেরিকা উভয়পক্ষকে উৎসাহিত করছে।’’ পহেলগাঁও হামলার নিন্দা করেছেন বিদেশ দফতরের মুখপাত্র। সেই সূত্রেই তিনি বলেন, ‘‘আমেরিকা ভারতের পাশে আছে।’’ একই কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও।
advertisement
5/8
পাকিস্তান প্রথম থেকেই এই হামলার সঙ্গে নিজেদের যোগ অস্বীকার করে এসেছে। তারা চিন, রাশিয়া এবং পশ্চিমের দেশগুলির কাছে পহেলগাঁও কাণ্ডের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। চিন সেই দাবিকে সমর্থন করেছে।
advertisement
6/8
পহেলগাঁও হামলার নিন্দা করেছে চিন। রবিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা বলেন। সেখানেই তিনি পাকিস্তানকে সমর্থনের কথা জানান। দুই দেশকে সংযত হওয়ার বার্তা দেন। চিন জানিয়েছে, পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানের পাশে আছে তারা।
advertisement
7/8
পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিয়েছে মোদি সরকার। পাকিস্তানিদের জন্য সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল, সেগুলিও বাতিল করা হয়েছে। ওই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। স্থগিত রাখা হচ্ছে সিন্ধু জলচুক্তিও। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
advertisement
8/8
পাশাপাশি নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ হিসাবে ঘোষণা করেছে নয়াদিল্লি। এক সপ্তাহের মধ্যে তাঁদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামবাদেও ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারতে থাকা পাকিস্তানি দূতাবাসের আধিকারিক সংখ্যাও আগামী ১ মে থেকে ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনতে বলা হয়েছে। ভারতও একই পদক্ষেপ করবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।